Ajker Patrika

মেসির সঙ্গে চুক্তি নিয়ে পিএসজির বাঁকবদল 

মেসির সঙ্গে চুক্তি নিয়ে পিএসজির বাঁকবদল 

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসিকে নিয়ে ঘটছে একের পর এক ঘটনা। এবার জানা গেছে, মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে নিজেদের মত বদলেছে ক্লাবটি। 

৩০ এপ্রিল লিগ ওয়ানে লরিয়েন্তের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। তার পরের দিনই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মেসি মরুর দেশে বেড়াতে গিয়েছিলেন পুরো পরিবার নিয়ে। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ায় পেয়েছেন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় তিনি দলের সঙ্গে কোনো ম্যাচ, অনুশীলন-কিছুই করতে পারবেন না। সঙ্গে পাবেন না আর্থিক সুবিধাও। ফরাসি সংবাদমাধ্যমে মেসির সঙ্গে লিওনেল মেসির চুক্তি বাতিলের কথাও জানা গিয়েছিল। যেখানে জুনে শেষ হচ্ছে মেসির সঙ্গে পিএসজির পুরোনো চুক্তি। ফ্রান্সের আরেক গণমাধ্যম এবার জানিয়েছে এক চমকপ্রদ তথ্য। আরএমসি স্পোর্ট গতকাল জানিয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএসজি। মেসি এবং পিএসজির আইনজীবী ক্লাবটির সঙ্গে গোপনে চুক্তিও করে ফেলেছেন। 

চুক্তির অঙ্কটা অবশ্য জানা যায়নি। তবে মেসির সঙ্গে কত কোটি টাকার চুক্তি হবে, কদিন আগে তা জানিয়েছিল স্পেনের ডায়ারিও স্পোর্ট । স্প্যানিশ সংবাদমাধ্যমটির মতে, মেসিকে মৌসুম প্রতি ২০ মিলিয়ন ইউরোর চুক্তির অফার দিতে রাজি পিএসজি, বাংলাদেশি মুদ্রায় যা ২৯৮ কোটি ৪৪ লাখ টাকা। বার্সেলোনায় যাওয়া ঠেকাতেই পিএসজি এই চেষ্টা করছে বলে জানিয়েছিল স্প্যানিশ এই সংবাদমাধ্যম। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ার পর ক্ষমা চেয়েছিলেন মেসি। গত ৫ মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেছেন, ‘সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব কী চায় তা শোনার জন্য অপেক্ষা করছি।’ ক্ষমা চাওয়ার পরই যেন টনক নড়েছে পিএসজি কর্তৃপক্ষের। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার এরপর ফেরেন ক্লাবের অনুশীলনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত