Ajker Patrika

নেইমারকে সুখবর দিলেন তাঁর প্রেমিকা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৫: ২২
নেইমারকে সুখবর দিলেন তাঁর প্রেমিকা

অনেক দিন ধরেই মাঠের সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। চোটে বেশ কয়েক সপ্তাহ ধরেই মাঠের বাইরে তিনি। কবে মাঠে ফিরবেন তার কোনো ইতিবাচক খবর নেই। নিজে ভক্ত ও সমর্থকদের সুসংবাদ দিতে না পারলেও ব্রাজিলিয়ান তারকাকে সুখবর দিয়েছেন তাঁর প্রেমিকা। 

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন নেইমার। এমন খুশির সংবাদটিই দিয়েছেন ব্রুনা বিয়ানকার্দি। তাঁর গর্ভে বড় হচ্ছে ব্রাজিলিয়ান তারকার সন্তান। সামাজিক মাধ্যমে ছবি দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এই মডেল। 

নিজের সামাজিক মাধ্যমে পাঁচটি ছবি শেয়ার করেছেন ব্রুনা। ছবি পাঁচটিতে ভিন্ন ভিন্নভাবে পোজ দিয়েছেন দুজনে। এর একটিতে দেখা যায়, ব্রুনার ‘বেবি বাম্পে’ চুমু খাচ্ছেন তো আরেকটিতে জিভ বের করে বেবি বাম্পে মাথা দিয়ে যেন সন্তানের অবস্থান বুঝতে চাইছেন নেইমার। সঙ্গে অন্য একটি ছবিতে তর্জনী দিয়ে দেখিয়ে দিচ্ছেন এখানে আমাদের সন্তান একটু একটু করে বেড়ে উঠছে। 

পোস্টে ব্রুনা লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। তোমার আসার অপেক্ষায় আছি এবং জানি তুমি আমাদের ভালোবাসা সম্পূর্ণ করতে এসেছ এবং দিনগুলোকে আরও সুখকর করতে। তুমি খুব সুন্দর এক পরিবারের সদস্য হতে চলেছ। আমার বোন, দাদা-দাদি, আঙ্কেল-আন্টিরা ইতিমধ্যে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। শিগগির এসে পড় পুত্র/কন্যা। তোমাকে দেখার আর তর সইছে না।’ 

 ২০২১ সাল থেকেই একে অপরের সম্পর্কে জড়ান নেইমার-ব্রুনা। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানা যায় ২০২২ সালের জানুয়ারিতে। বাগদানের ঘোষণা দেওয়ার পর যদিও আগস্টে কিছু সময়ের জন্য তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। সে যাই হোক, এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো বাবা হয়েছিলেন নেইমার। তার ছেলের নাম ডেভিড লুকা। পিএসজি তারকার সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের সন্তান লুকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত