‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া’-জনপ্রিয় এই কথা শোনা যায় হরহামেশাই। বিশেষ করে, তারকা খেলোয়াড়দের কোনো সন্তানের ক্যারিয়ার শুরু হলে এমন আলোচনা বেশি শোনা যায়। লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি যেন সাড়া ফেলে দিয়েছে।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করে লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। বাবা মেসির সঙ্গে থিয়াগোকে প্রায়ই দেখা যায় মাঠে আসতে। গত মাসেই ইন্টার মায়ামির বয়সভিত্তিক অনূর্ধ্ব-১২ দলে যোগ দিয়েছিল থিয়াগো। এবার সেই দলে অভিষেকও হয়ে গিয়েছে। ওয়েস্টন এফসির বিপক্ষে ২-১ গোলের জয় পায় তার দল। সতীর্থদের সঙ্গে মেসির ছেলেকে দেখা গেছে গোল উদযাপন করতে। ‘ইন্টার মায়ামি সিএফ অ্যাকাডেমি’ তাদের টুইটার অ্যাকাউন্টে গতকাল ভিডিও আপলোড করে ক্যাপশন দিয়েছে, ‘ওয়েস্টন এফসির বিপক্ষে আমাদের মৌসুমের শুরুটা দারুণ হয়েছে।’ এই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে একজন টুইট করেন, ‘রাজার ছেলে।’ আরেকজনের টুইট, ‘গোট নতুন করে জন্মেছে।’
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। লিগস কাপে মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিকে গোল পেয়েছিলেন তিনি। আর মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম ম্যাচে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তার আগে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতেও জিতেছেন তিনটা শিরোপা। বাবার মতো বড় মাপের ফুটবলার থিয়াগো হতে পারবে কি না, তা বলে দিতে পারবে সময়। অনেক সময় দেখা যায়, ক্যারিয়ারে সাফল্যের দিক থেকে বাবাকেও ছাড়িয়ে যান ছেলে।
‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া’-জনপ্রিয় এই কথা শোনা যায় হরহামেশাই। বিশেষ করে, তারকা খেলোয়াড়দের কোনো সন্তানের ক্যারিয়ার শুরু হলে এমন আলোচনা বেশি শোনা যায়। লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি যেন সাড়া ফেলে দিয়েছে।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করে লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। বাবা মেসির সঙ্গে থিয়াগোকে প্রায়ই দেখা যায় মাঠে আসতে। গত মাসেই ইন্টার মায়ামির বয়সভিত্তিক অনূর্ধ্ব-১২ দলে যোগ দিয়েছিল থিয়াগো। এবার সেই দলে অভিষেকও হয়ে গিয়েছে। ওয়েস্টন এফসির বিপক্ষে ২-১ গোলের জয় পায় তার দল। সতীর্থদের সঙ্গে মেসির ছেলেকে দেখা গেছে গোল উদযাপন করতে। ‘ইন্টার মায়ামি সিএফ অ্যাকাডেমি’ তাদের টুইটার অ্যাকাউন্টে গতকাল ভিডিও আপলোড করে ক্যাপশন দিয়েছে, ‘ওয়েস্টন এফসির বিপক্ষে আমাদের মৌসুমের শুরুটা দারুণ হয়েছে।’ এই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে একজন টুইট করেন, ‘রাজার ছেলে।’ আরেকজনের টুইট, ‘গোট নতুন করে জন্মেছে।’
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। লিগস কাপে মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিকে গোল পেয়েছিলেন তিনি। আর মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম ম্যাচে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তার আগে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতেও জিতেছেন তিনটা শিরোপা। বাবার মতো বড় মাপের ফুটবলার থিয়াগো হতে পারবে কি না, তা বলে দিতে পারবে সময়। অনেক সময় দেখা যায়, ক্যারিয়ারে সাফল্যের দিক থেকে বাবাকেও ছাড়িয়ে যান ছেলে।
২০১২, ২০১৬, ২০১৮—তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের সেই কান্নাভেজা মুহূর্ত এখনো বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা ভুলতে পারছেন না।
১৭ মিনিট আগেহকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
২ ঘণ্টা আগে