গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ?
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম।
সপ্তাহখানেক আগে হজসনের বরখাস্ত হওয়ার কথাবার্তা চলছিল। কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে চাকরি ছাড়ার কথা জানানোর কথা ৭৬ বছর বয়সী ইংলিশ কোচের। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেটি আর হয়নি। তবে গত রাতে চাকরি ছেড়েছেন হজসন।
চাকরি অবশ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। এই মৌসুমে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১৫তম স্থানে ক্রিস্টাল প্যালেস। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান ৫ পয়েন্ট। শিষ্যদের এমন বাজে পারফরম্যান্সের কারণে কোপটা পড়ল হজসনের ঘাড়ে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্যালেসে এসেছিলেন তিনি। এর আগে এই অভিজ্ঞ কোচ সেলহার্স্ট পার্কে ছিলেন ২০১৭-২১ পর্যন্ত।
হজসনকে ছাড়াই গত রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে প্যালেস। অবশ্য খুব শিগগিরই জার্মান ক্লাব এনট্রাখট ফাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের অধীনে খেলবে তারা। ৪৯ বছর বয়সী অস্ট্রিয়ানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে প্যালেস।
গত রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে। মাত্র তিন মাস নেপলসে টিকতে পারলেন এই ইতালিয়ান। তাঁর পরিবর্তে নাপোলির দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে।
গত নভেম্বরে নাপোলিতে রুদি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। আর দায়িত্ব হারালেন দলকে ৯ নম্বরে অবস্থানে রেখে। এ মৌসুম পর্যন্ত কালজোনার সঙ্গে চুক্তি করেছে নাপোলি। এর আগে ৫৫ বছর বয়সী এই কোচ ক্লাবটিতে মাউরিজিও সারি ও লুসিয়ানো স্পেলেত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের আগস্টে স্লোভাকিয়ার দায়িত্ব নেন কালজোনা। দেশকে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরও টিকিট এনে দেন তিনি।
গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ?
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম।
সপ্তাহখানেক আগে হজসনের বরখাস্ত হওয়ার কথাবার্তা চলছিল। কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে চাকরি ছাড়ার কথা জানানোর কথা ৭৬ বছর বয়সী ইংলিশ কোচের। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেটি আর হয়নি। তবে গত রাতে চাকরি ছেড়েছেন হজসন।
চাকরি অবশ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। এই মৌসুমে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১৫তম স্থানে ক্রিস্টাল প্যালেস। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান ৫ পয়েন্ট। শিষ্যদের এমন বাজে পারফরম্যান্সের কারণে কোপটা পড়ল হজসনের ঘাড়ে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্যালেসে এসেছিলেন তিনি। এর আগে এই অভিজ্ঞ কোচ সেলহার্স্ট পার্কে ছিলেন ২০১৭-২১ পর্যন্ত।
হজসনকে ছাড়াই গত রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে প্যালেস। অবশ্য খুব শিগগিরই জার্মান ক্লাব এনট্রাখট ফাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের অধীনে খেলবে তারা। ৪৯ বছর বয়সী অস্ট্রিয়ানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে প্যালেস।
গত রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে। মাত্র তিন মাস নেপলসে টিকতে পারলেন এই ইতালিয়ান। তাঁর পরিবর্তে নাপোলির দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে।
গত নভেম্বরে নাপোলিতে রুদি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। আর দায়িত্ব হারালেন দলকে ৯ নম্বরে অবস্থানে রেখে। এ মৌসুম পর্যন্ত কালজোনার সঙ্গে চুক্তি করেছে নাপোলি। এর আগে ৫৫ বছর বয়সী এই কোচ ক্লাবটিতে মাউরিজিও সারি ও লুসিয়ানো স্পেলেত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের আগস্টে স্লোভাকিয়ার দায়িত্ব নেন কালজোনা। দেশকে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরও টিকিট এনে দেন তিনি।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে