রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপ ৫ বার, সেটিও রেকর্ড। তবে উয়েফা সুপার কাপই একমাত্র অস্বস্তির জায়গা বার্নাব্যুর দলটির; যেখানে একক শ্রেষ্ঠত্ব নেই তাদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়নের লড়াই—এই সুপার কাপ রিয়াল পাঁচবার জিতলেও সমান পাঁচবার শিরোপা জিতেছে আরও দুই দল—চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও একসময়ের ক্লাব পরাশক্তি এসি মিলান। আজ আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনাল জিতে কী রিয়াল মাদ্রিদ ছাড়িয়ে যেতে পারবে বার্সা-মিলানকে?
ফুটবলপ্রেমীদের আগ্রহ কিন্তু সেদিকে নয়। আগ্রহ রিয়াল মাদ্রিদের দুই নতুন তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলের উদীয়মান তারকা এন্দ্রিককে ঘিরে। এবার নতুন মৌসুমে দুই খেলোয়াড়কেই কিনেছে রিয়াল।
জুলাইয়ের মাঝামাঝিতে বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এমবাপ্পেকে। সেদিন ফরাসি ফরোয়ার্ডকে একনজর দেখার জন্য মাঠে রিয়াল সমর্থকদের ঢল নেমেছিল। হাজারো জনতার মাঝে সেদিন এমবাপ্পে বলেছিলেন, এখানে পা রেখে স্বপ্নপূরণ হয়েছে তাঁর। কেন স্বপ্নপূরণ হয়েছে, সেটা তো সবারই জানা। আশৈশব রিয়ালই যে ছিল ফরাসি ফরোয়ার্ডের স্বপ্নের ক্লাব! তবে তাঁর সত্যিকারের স্বপ্নপূরণের দিন আজ। রিয়ালের জার্সিতে এই প্রথম মাঠে নামতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।
উয়েফা সুপার কাপে রিয়ালের প্রতিপক্ষ সিরি আর দল আতালান্তা। শক্তি-সামর্থ্যে তাদের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিট রিয়াল। যারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচে অপরাজিত। তার ওপর কিলিয়ান এমবাপ্পের মতো তারকা যুক্ত হওয়ায় শক্তি বেড়েছে রিয়ালের। তাঁকে ও এন্দ্রিককে রেখেই এই ম্যাচের দল ঘোষণা করেছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শুরুর ম্যাচে নিজেকে উজাড় করে দেবেন এমবাপ্পে—এটাই প্রত্যাশা রিয়াল সমর্থকদের।
এমবাপ্পে ও তাঁর সতীর্থরা ঝলসে উঠলে একটা ইতিহাসও গড়বেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে জিতবেন ১৪টি শিরোপা। বার্নাব্যুর দলটির হয়ে এত শিরোপা জয়ের রেকর্ড আছে মিগুয়েল মুনোজের। আজ রিয়াল জিতলে তাঁকে ছুঁয়ে ফেলবেন ইতালিয়ান আনচেলত্তি।
রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপ ৫ বার, সেটিও রেকর্ড। তবে উয়েফা সুপার কাপই একমাত্র অস্বস্তির জায়গা বার্নাব্যুর দলটির; যেখানে একক শ্রেষ্ঠত্ব নেই তাদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়নের লড়াই—এই সুপার কাপ রিয়াল পাঁচবার জিতলেও সমান পাঁচবার শিরোপা জিতেছে আরও দুই দল—চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও একসময়ের ক্লাব পরাশক্তি এসি মিলান। আজ আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনাল জিতে কী রিয়াল মাদ্রিদ ছাড়িয়ে যেতে পারবে বার্সা-মিলানকে?
ফুটবলপ্রেমীদের আগ্রহ কিন্তু সেদিকে নয়। আগ্রহ রিয়াল মাদ্রিদের দুই নতুন তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলের উদীয়মান তারকা এন্দ্রিককে ঘিরে। এবার নতুন মৌসুমে দুই খেলোয়াড়কেই কিনেছে রিয়াল।
জুলাইয়ের মাঝামাঝিতে বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এমবাপ্পেকে। সেদিন ফরাসি ফরোয়ার্ডকে একনজর দেখার জন্য মাঠে রিয়াল সমর্থকদের ঢল নেমেছিল। হাজারো জনতার মাঝে সেদিন এমবাপ্পে বলেছিলেন, এখানে পা রেখে স্বপ্নপূরণ হয়েছে তাঁর। কেন স্বপ্নপূরণ হয়েছে, সেটা তো সবারই জানা। আশৈশব রিয়ালই যে ছিল ফরাসি ফরোয়ার্ডের স্বপ্নের ক্লাব! তবে তাঁর সত্যিকারের স্বপ্নপূরণের দিন আজ। রিয়ালের জার্সিতে এই প্রথম মাঠে নামতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।
উয়েফা সুপার কাপে রিয়ালের প্রতিপক্ষ সিরি আর দল আতালান্তা। শক্তি-সামর্থ্যে তাদের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিট রিয়াল। যারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচে অপরাজিত। তার ওপর কিলিয়ান এমবাপ্পের মতো তারকা যুক্ত হওয়ায় শক্তি বেড়েছে রিয়ালের। তাঁকে ও এন্দ্রিককে রেখেই এই ম্যাচের দল ঘোষণা করেছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শুরুর ম্যাচে নিজেকে উজাড় করে দেবেন এমবাপ্পে—এটাই প্রত্যাশা রিয়াল সমর্থকদের।
এমবাপ্পে ও তাঁর সতীর্থরা ঝলসে উঠলে একটা ইতিহাসও গড়বেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে জিতবেন ১৪টি শিরোপা। বার্নাব্যুর দলটির হয়ে এত শিরোপা জয়ের রেকর্ড আছে মিগুয়েল মুনোজের। আজ রিয়াল জিতলে তাঁকে ছুঁয়ে ফেলবেন ইতালিয়ান আনচেলত্তি।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে