আল হিলালে খেলতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। বিমানবন্দরে তাঁকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
রিয়াদে বিমানবন্দরে আজ সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল-আল ফেইহা। হয়তো আজই আল হিলালের হয়ে অভিষেক হয়ে যেতে পারে নেইমারের।
আল হিলালে খেলতে সৌদির বিমানে গতকাল উঠেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিমানে ওঠার বেশ কিছু ছবি আল হিলাল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস এখন রিয়াদের পথে।’ নেইমার হিলালি, আল হিলাল—এ দুটো শব্দ হ্যাশট্যাগও দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।
সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এ ছাড়া বাড়ির কাজের জন্য পাঁচজন স্টাফ সব সময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন পাঁচ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা)।
আল হিলালে খেলতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। বিমানবন্দরে তাঁকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
রিয়াদে বিমানবন্দরে আজ সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল-আল ফেইহা। হয়তো আজই আল হিলালের হয়ে অভিষেক হয়ে যেতে পারে নেইমারের।
আল হিলালে খেলতে সৌদির বিমানে গতকাল উঠেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিমানে ওঠার বেশ কিছু ছবি আল হিলাল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস এখন রিয়াদের পথে।’ নেইমার হিলালি, আল হিলাল—এ দুটো শব্দ হ্যাশট্যাগও দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।
সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এ ছাড়া বাড়ির কাজের জন্য পাঁচজন স্টাফ সব সময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন পাঁচ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা)।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে