বৈশ্বিক টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজ মানেই যেন আর্জেন্টিনার ‘দুর্ভেদ্য দেয়াল’। বিপক্ষ দলের ফুটবলারদের নিশ্চিত গোল ঠেকাতে মার্তিনেজের জুড়ি মেলা ভার। আর টাইব্রেকারে মার্তিনেজ যেন হয়ে ওঠেন ‘বাজপাখি’। দুর্দান্ত ডাইভ দিয়ে গোল তো তিনি ঠেকিয়ে দেনই, একই সঙ্গে পেনাল্টি নিতে আসা খেলোয়াড়দের কৌশলে মানসিকভাবে পরাস্ত করেন।
গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল প্রথম ৯০ মিনিটে হয় ২-২ ড্র। অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি কোনো গোল। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ডাচদের প্রথম শট নিয়েছিলেন ভার্জিল ফন ডাইক। ডাচ অধিনায়কের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেজ। দ্বিতীয় শট নিয়েছিলেন স্টিভেন বার্গুইস। এবারের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এই দুটি শট আটকেই মূলত আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ।
শুধু লুসাইলেই নন, গত বছর কোপা আমেরিকায়ও এমন দুর্দান্ত অনেক শট বাঁচিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষে ফাইনাল তো বটেই। বিশেষ করে, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। গারিঞ্চা স্টেডিয়ামে মূল ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এরপর পেনাল্টির সময়ে ডেভিনসন স্যানচেজ, ইয়েরি মিনা, এদুইন কার্দোনা-কলম্বিয়ার এই তিন ফুটবলারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ।
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেছে সেমিফাইনালে। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
বৈশ্বিক টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজ মানেই যেন আর্জেন্টিনার ‘দুর্ভেদ্য দেয়াল’। বিপক্ষ দলের ফুটবলারদের নিশ্চিত গোল ঠেকাতে মার্তিনেজের জুড়ি মেলা ভার। আর টাইব্রেকারে মার্তিনেজ যেন হয়ে ওঠেন ‘বাজপাখি’। দুর্দান্ত ডাইভ দিয়ে গোল তো তিনি ঠেকিয়ে দেনই, একই সঙ্গে পেনাল্টি নিতে আসা খেলোয়াড়দের কৌশলে মানসিকভাবে পরাস্ত করেন।
গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল প্রথম ৯০ মিনিটে হয় ২-২ ড্র। অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি কোনো গোল। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ডাচদের প্রথম শট নিয়েছিলেন ভার্জিল ফন ডাইক। ডাচ অধিনায়কের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেজ। দ্বিতীয় শট নিয়েছিলেন স্টিভেন বার্গুইস। এবারের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এই দুটি শট আটকেই মূলত আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ।
শুধু লুসাইলেই নন, গত বছর কোপা আমেরিকায়ও এমন দুর্দান্ত অনেক শট বাঁচিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষে ফাইনাল তো বটেই। বিশেষ করে, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। গারিঞ্চা স্টেডিয়ামে মূল ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এরপর পেনাল্টির সময়ে ডেভিনসন স্যানচেজ, ইয়েরি মিনা, এদুইন কার্দোনা-কলম্বিয়ার এই তিন ফুটবলারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ।
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেছে সেমিফাইনালে। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১০ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১১ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১২ ঘণ্টা আগে