ইউরোপ পর্ব শেষে এ বছর এশিয়া পর্ব শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রথম মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তবে আল হিলালের স্ট্রাইকার ওদিওন ইঘালোর মতে, আর্থিক কারণেই সৌদি ক্লাবে গেছেন রোনালদো।
আল নাসরের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে আল নাসরের, বাংলাদেশি মুদ্রায় তা ১৬৫১ কোটি ৬ লাখ টাকা। আর সৌদি ক্লাবে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার গোল করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো হ্যাটট্রিকও করেছেন তিনি। সব গোলই করেছেন সৌদি প্রো লিগে।
রোনালদো যে সময় এসেছেন তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ-এই তিন টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা থাকলেও কোনোটিই জিততে পারেনি আল নাসর। ইঘালো যেন এই কথাটাই উল্লেখ করেছেন। এমনকি নিজেদের বয়সের কথাও উল্লেখ করেছেন ইঘালো। যেখানে রোনালদোর বয়স ৩৮ ও ইঘালোর বয়স ৩৭। ওমা স্পোর্টস টিভিকে নাইজেরিয়ার স্ট্রাইকার বলেন, ‘যখন আপনি তরুণ ফুটবলার, তখন আপনি বলবেন যে খেলার প্রতি প্যাশনের কারণে খেলছেন। তখন টাকা পয়সা নিয়ে আপনার তখন চিন্তাভাবনা থাকে না। তবে এই বয়সে আমি ক্যারিয়ারের শেষে এসে পৌঁছেছি। তিন বছরের বেশি মনে হয় না খেলতে পারব। আমি তেমন কোনো খেলোয়াড় না যে বলব, আমি প্যাশনের কারণে খেলি। পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, আমার চেয়ে রোনালদো ১০০ গুণ বেশি আয় করেছেন এবং তবু তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি প্যাশন থেকে খেলছেন? দিনশেষে টাকা পয়সাই সব।’
আল হিলালের হয়ে এখন পর্যন্ত ইঘালো ৬০ ম্যাচে করেছেন ৪৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এই স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল।
ইউরোপ পর্ব শেষে এ বছর এশিয়া পর্ব শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রথম মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তবে আল হিলালের স্ট্রাইকার ওদিওন ইঘালোর মতে, আর্থিক কারণেই সৌদি ক্লাবে গেছেন রোনালদো।
আল নাসরের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে আল নাসরের, বাংলাদেশি মুদ্রায় তা ১৬৫১ কোটি ৬ লাখ টাকা। আর সৌদি ক্লাবে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার গোল করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো হ্যাটট্রিকও করেছেন তিনি। সব গোলই করেছেন সৌদি প্রো লিগে।
রোনালদো যে সময় এসেছেন তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ-এই তিন টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা থাকলেও কোনোটিই জিততে পারেনি আল নাসর। ইঘালো যেন এই কথাটাই উল্লেখ করেছেন। এমনকি নিজেদের বয়সের কথাও উল্লেখ করেছেন ইঘালো। যেখানে রোনালদোর বয়স ৩৮ ও ইঘালোর বয়স ৩৭। ওমা স্পোর্টস টিভিকে নাইজেরিয়ার স্ট্রাইকার বলেন, ‘যখন আপনি তরুণ ফুটবলার, তখন আপনি বলবেন যে খেলার প্রতি প্যাশনের কারণে খেলছেন। তখন টাকা পয়সা নিয়ে আপনার তখন চিন্তাভাবনা থাকে না। তবে এই বয়সে আমি ক্যারিয়ারের শেষে এসে পৌঁছেছি। তিন বছরের বেশি মনে হয় না খেলতে পারব। আমি তেমন কোনো খেলোয়াড় না যে বলব, আমি প্যাশনের কারণে খেলি। পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, আমার চেয়ে রোনালদো ১০০ গুণ বেশি আয় করেছেন এবং তবু তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি প্যাশন থেকে খেলছেন? দিনশেষে টাকা পয়সাই সব।’
আল হিলালের হয়ে এখন পর্যন্ত ইঘালো ৬০ ম্যাচে করেছেন ৪৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এই স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে