আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাদিও মানে। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লিভারপুল ছেড়ে সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সেনেগালিজ তারকা।
বর্ষসেরার দৌড়ে মানের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর লিভারপুলের সাবেক সতীর্থ মোহামেদ সালাহ ও স্বদেশি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। দুজনকে পেছনে ফেলে মরক্কোর রাজধানী রাবায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) পুরস্কার জিতলেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
গত বছরের ফেব্রুয়ারিতে সালাহর মিসরের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে জয়সূচক গোল করে প্রথমবারের মতো সেনেগালকে আফ্রিকা কাপ জেতান মানে। ২০১৯ সালে প্রথমবার আফ্রিকার বর্ষসেরা নির্বাচিত হন তিনি। করোনা মহামারির কারণে গত দুই বছর এই পুরস্কার স্থগিত ছিল।
এবার ফের আফ্রিকার বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত মানে, ‘আমি খুবই খুবই খুশি এই বছর পুরস্কারটি জিতে।’ পুরস্কারটি নিজ দেশের তরুণদের উৎসর্গ করেছেন বায়ার্নের নতুন তারকা, ‘আমি সেনেগালিজদের ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমার দেশের তরুণদের উৎসর্গ করছি।’
কেবল জাতীয় দলের জার্সিতে নয়, গত মৌসুম ক্লাবের হয়েও দারুণ সময় কাটিয়েছেন মানে। সেনেগালকে কাতার বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার পাশাপাশি লিভারপুলের জার্সিতে জিতেছেন দুটি ঘরোয়া কাপ।
আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাদিও মানে। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লিভারপুল ছেড়ে সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সেনেগালিজ তারকা।
বর্ষসেরার দৌড়ে মানের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর লিভারপুলের সাবেক সতীর্থ মোহামেদ সালাহ ও স্বদেশি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। দুজনকে পেছনে ফেলে মরক্কোর রাজধানী রাবায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) পুরস্কার জিতলেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
গত বছরের ফেব্রুয়ারিতে সালাহর মিসরের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে জয়সূচক গোল করে প্রথমবারের মতো সেনেগালকে আফ্রিকা কাপ জেতান মানে। ২০১৯ সালে প্রথমবার আফ্রিকার বর্ষসেরা নির্বাচিত হন তিনি। করোনা মহামারির কারণে গত দুই বছর এই পুরস্কার স্থগিত ছিল।
এবার ফের আফ্রিকার বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত মানে, ‘আমি খুবই খুবই খুশি এই বছর পুরস্কারটি জিতে।’ পুরস্কারটি নিজ দেশের তরুণদের উৎসর্গ করেছেন বায়ার্নের নতুন তারকা, ‘আমি সেনেগালিজদের ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমার দেশের তরুণদের উৎসর্গ করছি।’
কেবল জাতীয় দলের জার্সিতে নয়, গত মৌসুম ক্লাবের হয়েও দারুণ সময় কাটিয়েছেন মানে। সেনেগালকে কাতার বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার পাশাপাশি লিভারপুলের জার্সিতে জিতেছেন দুটি ঘরোয়া কাপ।
বি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
৮ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৩১ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
২ ঘণ্টা আগে