বাংলাদেশ-আমিরাত তৃতীয় টি-টোয়েন্টি আজ
শারজায় সিরিজের প্রথম ম্যাচেই আরব আমিরাত চোখ রাঙিয়েছিল বাংলাদেশকে হারিয়ে দেওয়ার। সে ম্যাচে কোনো অঘটন আর ঘটেনি। কিন্তু পরশু আমিরাত আর সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি। বাংলাদেশের একের পর এক ভুলের সুযোগে নিজেদের মাঠে ইতিহাসই গড়েছে সহযোগী দেশটি। বাংলাদেশের হারের পর সিরিজ ১-১ সমতায়। আজ একই মাঠে শেষ ম্যাচটি