নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা, ফিটনেস ট্রেইনার নাথান ক্যালি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তবে তাঁদের সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিয়েছে বিসিবি।
একদিন আগেই দুবাই থেকে ফিরেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আজ বিসিবির মিডিয়া সেন্টারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’
এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেউ যেতে না চাইলে তাঁর ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবি শীর্ষ কর্তারা সফরের যাওয়া নিয়ে কাউকে কোনো চাপ দেননি।
পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফাহিম বলেন, ‘আমি নিজে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানে গিয়েছিলাম। সেসময় তারা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দিয়েছে, যা খুবই কঠোর। আমার মনে হয়, এমন নিরাপত্তার পর শঙ্কার তেমন কিছু থাকার কথা নয়। তারপরও পিসিবি সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন—প্রয়োজনে আরও বাড়তি নিরাপত্তা দেবে।’
বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে বিসিবি আলাদা একটি লিয়াজোঁ নিরাপত্তা দল পাকিস্তানে পাঠাবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিজস্ব একটি নিরাপত্তা দল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছি, যারা পুরো সিরিজে দলের সঙ্গে থাকবে।’
নাহিদ রানার পরিবর্তে কোনো বদলি পেসার যুক্ত করা হবে না বলেও নিশ্চিত করেন ফাহিম, ‘আমরা ৫ ম্যাচ (খেলব) ভেবে অতিরিক্ত পেসার রেখে স্কোয়াড ঘোষণা করেছিলাম। কিন্তু এখন ম্যাচ সংখ্যা তিনে নেমে আসায় নাহিদের পরিবর্তে নতুন কাউকে যুক্ত করার দরকার মনে করছি না। মোস্তাফিজ আইপিএল শেষ করে (যত দিন এনওসি রয়েছে) দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন।’
এদিকে দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। ২৮ মে, ৩০ মে ও ১ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
সিরিজ ছোট হওয়া নিয়ে ফাহিম বলেন, ‘সামনে ঈদ আছে, ক্রিকেটাররা চাচ্ছে ঈদের আগে দেশে ফিরে যেতে। তা ছাড়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তারা পাকিস্তানে দীর্ঘ সময় অবস্থান করতেও চাইছে না। ক্রিকেটারদের অনুরোধে আমরা পিসিবিকে সূচি সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছিলাম, যা তারা মেনে নিয়েছে।’
পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা, ফিটনেস ট্রেইনার নাথান ক্যালি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তবে তাঁদের সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিয়েছে বিসিবি।
একদিন আগেই দুবাই থেকে ফিরেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আজ বিসিবির মিডিয়া সেন্টারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’
এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেউ যেতে না চাইলে তাঁর ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবি শীর্ষ কর্তারা সফরের যাওয়া নিয়ে কাউকে কোনো চাপ দেননি।
পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফাহিম বলেন, ‘আমি নিজে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানে গিয়েছিলাম। সেসময় তারা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দিয়েছে, যা খুবই কঠোর। আমার মনে হয়, এমন নিরাপত্তার পর শঙ্কার তেমন কিছু থাকার কথা নয়। তারপরও পিসিবি সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন—প্রয়োজনে আরও বাড়তি নিরাপত্তা দেবে।’
বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে বিসিবি আলাদা একটি লিয়াজোঁ নিরাপত্তা দল পাকিস্তানে পাঠাবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিজস্ব একটি নিরাপত্তা দল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছি, যারা পুরো সিরিজে দলের সঙ্গে থাকবে।’
নাহিদ রানার পরিবর্তে কোনো বদলি পেসার যুক্ত করা হবে না বলেও নিশ্চিত করেন ফাহিম, ‘আমরা ৫ ম্যাচ (খেলব) ভেবে অতিরিক্ত পেসার রেখে স্কোয়াড ঘোষণা করেছিলাম। কিন্তু এখন ম্যাচ সংখ্যা তিনে নেমে আসায় নাহিদের পরিবর্তে নতুন কাউকে যুক্ত করার দরকার মনে করছি না। মোস্তাফিজ আইপিএল শেষ করে (যত দিন এনওসি রয়েছে) দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন।’
এদিকে দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। ২৮ মে, ৩০ মে ও ১ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
সিরিজ ছোট হওয়া নিয়ে ফাহিম বলেন, ‘সামনে ঈদ আছে, ক্রিকেটাররা চাচ্ছে ঈদের আগে দেশে ফিরে যেতে। তা ছাড়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তারা পাকিস্তানে দীর্ঘ সময় অবস্থান করতেও চাইছে না। ক্রিকেটারদের অনুরোধে আমরা পিসিবিকে সূচি সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছিলাম, যা তারা মেনে নিয়েছে।’
ডামি করে বলটা ছেড়ে দিলেন দমিনিক সবোসলাই। তাঁর পেছনে থাকা সতীর্থকে যে আটকানোর কেউ নেই, সেটা তিনি জানতেন। আর জানতেন বলেই লিভারপুল মাঠ ছাড়ে ৩-২ গোলের নাটকীয় এক জয় নিয়ে। ফুটবল বিশ্ব পায় ১৬ বছর বয়সী বিস্ময় বালক রিও এনগুমোহার আগমনী বার্তা।
১ ঘণ্টা আগেচলতি মাসে জুভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করে এভাবেই জাতীয় দলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন নেইমার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে দেখা যাবে তাঁকে; এমন প্রত্যাশায় বুদ হয়ে থাকেন ব্রাজিল ভক্তরা। কিন্তু দিনশেষে তাদের হতাশই হতে হয়।
২ ঘণ্টা আগেআমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। ম্যাচ জিতলে সিরিজ জেতার ভাবনাও আসে। আশা করি, এই সিরিজেও ম্যাচ জিততে পারব। (২০২৬) বিশ্বকাপ বাছাইয়ে ভালো করায় (খেলার যোগ্যতা অর্জন করা) আমরা আত্মবিশ্বাসী মনেই আসছি।
৩ ঘণ্টা আগেঅ্যাথলেটিকসে দূরপাল্লার দৌড় নিয়ে খুব একটা আলোচনা হয় না কখনো। রিনকী বিশ্বাস রেকর্ডের পর রেকর্ডের জন্ম না দিলে এবারও কি হতো! সে ক্ষেত্রে ‘না’র পাল্লাই হয়তো ভারী হবে। ৩০০০, ৫০০০ ও ১০০০০ মিটার—খালি পায়ে দৌড়ে তিনটি ইভেন্ট রেকর্ডময় করেছেন রিনকী।
৩ ঘণ্টা আগে