Ajker Patrika

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাড়ে ৩ কোটি টাকা লাভের ভাগ দিচ্ছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাড়ে ৩ কোটি টাকা লাভের ভাগ দিচ্ছে বিসিবি। ছবি: ফাইল ছবি
বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাড়ে ৩ কোটি টাকা লাভের ভাগ দিচ্ছে বিসিবি। ছবি: ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রির আয় থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ দেওয়া হবে। এবার জানা গেল, গত বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ৩ কোটি ৫৫ লাখ টাকা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলে প্লে-অফে ওঠা চারটি দল পাবে ৫৫ লাখ টাকা করে। শেষ তিন দলকে দেওয়া হবে ৪৫ লাখ টাকা করে। অর্থ বণ্টনের প্রস্তাবনা চূড়ান্ত করে এখন অনুমোদনের জন্য বিসিবি সভাপতির সইয়ের অপেক্ষা।

বিসিবির এই অর্থ বণ্টনের শর্ত রয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, যেসব ফ্র্যাঞ্চাইজি নিজেদের খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করেছে, শুধু তারাই বিসিবির কাছ থেকে এই টিকিট বিক্রির লভ্যাংশ গ্রহণ করতে পারবে। ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের পাওনা বাকি থাকলে, সেই দলের জন্য অর্থ গ্রহণের প্রক্রিয়া আটকে যাবে। উল্লেখ্য, ক্রিকেটারদের বকেয়া পুরোপুরি পরিশোধ না করায় গত বিপিএলের রানার্সআপ দল চিটাগং কিংসের প্রাইজমানিও আটকে রেখেছে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় মার্কিন সেনারা, সামাজিক মাধ্যমে আলোচনা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত