Ajker Patrika

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২৩: ০৮
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের অন্যতম কারিগর মাশরাফি বিন মুর্তজা। তাঁর নেতৃত্বে অসংখ্য স্মরণীয় স্মৃতি রচিত হয়েছে দেশের ক্রিকেটে। এবার তারই এক অনন্য স্বীকৃতি পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মাশরাফিকে আজীবন সম্মানিত সদস্য করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আজ এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এমসিসি নতুন করে টেস্ট খেলুড়ে ৮ দেশের ১৭ ক্রিকেটারকে আজীবন সম্মানিত সদস্য করেছে। এছাড়া ক্রিকেটার নন এমন দুইজনকেও এই সম্মানে ভূষিত করা হয়েছে। ক্রিকেটের আইন প্রণেতার নতুন সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেটাররা হলেন— ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার মেরিসা আগুইলেইরা (২০০৮-১৯), ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৪-১৯), ঝুলন গোস্বামী (২০০২-২২), ইংল্যান্ডের জেনি গান (২০০৪-১৯), পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ (২০০৩-২১), অস্ট্রেলিয়ার র‍্যাচেল হেইন্স (২০০৯-২২), ইংল্যান্ডের লরা মার্শ (২০০৬-১৯), সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মরগান (২০০৬-২২), বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৯), সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন (২০০৫-১৪), ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না (২০০৫-১৮), ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ (১৯৯৯-২২), নিউজিল্যান্ডের অ্যামি সাটারওয়েট (২০০৭-২২), ইংল্যান্ডের অ্যানিয়া স্রাবসোল (২০০৮-২২), সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (২০০০-১৭), দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন (২০০৪-২০), নিউজিল্যান্ড ব্যাটার রস টেইলর (২০০৬-২২)।

তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মরহুম রাইসউদ্দিন আহমেদ প্রথম বাংলাদেশী হিসেবে পেয়েছিলেন এমসিসির আজীবন সদস্যপদ। এরপর এই সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত