নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দল ঘোষণার ঘণ্টাখানেকের ভেতর নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব আল হাসান। সাকিবের চিঠি গ্রহণ করা নিয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। এর মধ্যেই চলছে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে বৃষ্টির বাগড়া থাকলেও সাকিবকে নিয়ে আলোচনায় কোনো কিছুই যেন বাধা হতে পারছে না।
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। সেখানেও এল সাকিব প্রসঙ্গ। বাংলাদেশের সর্বশেষ দুটি নিউজিল্যান্ড সফরেও ছিলেন না সাকিব। বিশ্বকাপের পর ঘরের মাঠেও একের পর এক হারে যখন দলের নাজেহাল অবস্থা, মিরপুর টেস্ট শেষেই আবার সাকিবকে পাবে না দল। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যেখানে বাংলাদেশের অতীত রেকর্ড শঙ্কা জাগানিয়া সেখানে সাকিবকে না পাওয়া ক্ষতিই বটে।
তবে বাংলাদেশ ফিল্ডিং কোচ মিজানুর জানালেন, ‘সাকিবের থাকা না থাকা দলে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, এটা (নিউজিল্যান্ড সফরে যেতে না চাওয়া) সাকিবের ব্যক্তিগত ব্যাপার। বোর্ডের বিষয়। এটা (সাকিবের না থাকা) দলে কোনো প্রভাব ফেলে না। অন্যান্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই।’
তবে নিউজিল্যান্ডে জেতার জন্য যাবেন জানিয়েছে মিজানুর বলেছেন, ‘আমরা জেতার জন্যই যাব। সাকিব বা অন্য আরও ভালো খেলোয়াড়েরা গেলে অবশ্যই দলের শক্তি বাড়ে। এখানে আমরা যদি শুরুতেই অন্য মানসিকতা নিয়ে যাই, তাহলে তো ওখানে ভালো কিছু করার প্রশ্নই আসে না।’
দল ঘোষণার ঘণ্টাখানেকের ভেতর নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব আল হাসান। সাকিবের চিঠি গ্রহণ করা নিয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। এর মধ্যেই চলছে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে বৃষ্টির বাগড়া থাকলেও সাকিবকে নিয়ে আলোচনায় কোনো কিছুই যেন বাধা হতে পারছে না।
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। সেখানেও এল সাকিব প্রসঙ্গ। বাংলাদেশের সর্বশেষ দুটি নিউজিল্যান্ড সফরেও ছিলেন না সাকিব। বিশ্বকাপের পর ঘরের মাঠেও একের পর এক হারে যখন দলের নাজেহাল অবস্থা, মিরপুর টেস্ট শেষেই আবার সাকিবকে পাবে না দল। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যেখানে বাংলাদেশের অতীত রেকর্ড শঙ্কা জাগানিয়া সেখানে সাকিবকে না পাওয়া ক্ষতিই বটে।
তবে বাংলাদেশ ফিল্ডিং কোচ মিজানুর জানালেন, ‘সাকিবের থাকা না থাকা দলে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, এটা (নিউজিল্যান্ড সফরে যেতে না চাওয়া) সাকিবের ব্যক্তিগত ব্যাপার। বোর্ডের বিষয়। এটা (সাকিবের না থাকা) দলে কোনো প্রভাব ফেলে না। অন্যান্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই।’
তবে নিউজিল্যান্ডে জেতার জন্য যাবেন জানিয়েছে মিজানুর বলেছেন, ‘আমরা জেতার জন্যই যাব। সাকিব বা অন্য আরও ভালো খেলোয়াড়েরা গেলে অবশ্যই দলের শক্তি বাড়ে। এখানে আমরা যদি শুরুতেই অন্য মানসিকতা নিয়ে যাই, তাহলে তো ওখানে ভালো কিছু করার প্রশ্নই আসে না।’
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে বাকি অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হয়ে তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
২০ মিনিট আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
১ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
১ ঘণ্টা আগেট্র্যাকে ফিরলেন, রাজত্বও ফিরে পেলেন ইমরানুর রহমান। চোটের কারণে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে খেলতে পারেননি লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট। সামার অ্যাথলেটিকসে পঞ্চমবারের মতো পেলেন দ্রুততম মানবের খেতাব।
২ ঘণ্টা আগে