Ajker Patrika

বাংলাদেশকে সুপার টুয়েলভে তুলেছে হাল না ছাড়ার মানসিকতা  

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১: ১২
বাংলাদেশকে সুপার টুয়েলভে তুলেছে হাল না ছাড়ার মানসিকতা  

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর বেশ সমালোচিত হয়েছিল বাংলাদেশ দল। তবে পরশু ওমান ও আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানরা। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে স্বস্তির হাসির বদলে ভেতরে জমে থাকা কিছু কষ্ট ভাগাভাগি করলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি মনে করেন, দল খারাপ করলে সমালোচনা হবেই। তবে সেটি গঠনমূলক হওয়া উচিত। আর সমালোচনা হলেও ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, ‘সমালোচনা হবেই, তবে গঠনমূলক হলে সবার জন্যই ভালো। সবারই ত্যাগ থাকে, অনেক ধরনের চোট নিয়ে দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়ে আমরা খেলি। হয়তো আড়াল থেকে এগুলো দেখা যায় না। তাই নিবেদন নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।’ 

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর দলের মধ্যে একটা ইতিবাচক মনোভাব ছিল। সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ যেটির কৃতিত্ব দিলেন সবাইকে, ‘সবচেয়ে বড় কথা দলের ভেতরে হাল না ছাড়ার মনোভাব ছিল। টিম ম্যানেজমেন্টর প্রত্যেক সদস্যকেই এর কৃতিত্ব দিতে হবে।’ 

পাপুয়া নিউগিনির বিপক্ষে আজ দারুণ এক ইনিংস খেলে ৮৪ রানের জয়ে বড় অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। এই জয় সুপার টুয়েলভে দলকে আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস তাঁর, ‘জয়টা সুপার টুয়েলভে আমাদের আত্মবিশ্বাস দেবে। সবাই জানি সুপার টুয়েলভের সব দল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবু আশা করি আমরা চ্যালেঞ্জটা ভালোমতো নিতে পারব এবং তাদের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে পারব। আমরা সেই চ্যালেঞ্জ নিতে সামনে তাকিয়ে আছি।’ 

টি-টোয়েন্টি সংস্করণে যেকোনো দলই নির্দিষ্ট দিনে ভালো করতে পারে। পারফরম্যান্সেরও ওঠানামা হয় এই সংস্করণে। তবে দলের আত্মবিশ্বাসে যেন চিড় না ধরে সেটিই গুরুত্বপূর্ণ।মাহমুদউল্লাহর ভাবনাও তাই, ‘আমি সব সময় বলি টি-টোয়েন্টিতে ফেবারিট বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে কোনো দল যদি ভালো খেলে, একটা বোলার বা ব্যাটার ভালো করে কিংবা ভালো একটা জুটি হয়, সেটিই জয়ের জন্য যথেষ্ট। এই সংস্করণটা এমনই। পারফরম্যান্সের গ্রাফ কিছুটা ওঠানামা করবে। কিন্তু খেয়াল রাখতে হবে দলের ভেতরের আত্মবিশ্বাস যেন কমে না যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত