Ajker Patrika

ব্যাট হাতে মারতে যাওয়ার ঘটনায় নিষেধাজ্ঞা পেলেন রাজা

ব্যাট হাতে মারতে যাওয়ার ঘটনায় নিষেধাজ্ঞা পেলেন রাজা

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্স করে জিম্বাবুয়েকে রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছেন সিকান্দার রাজা। নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির ম্যাচে ৬৫ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন তিনি। কিন্তু জয় ও ম্যাচসেরার আনন্দ উপভোগ করতে পারলেন না জিম্বাবুয়ের অধিনায়ক। 

হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বলে ১ উইকেটের জয়ের ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ব্যাট দিয়ে মারতে উদ্যত হয়েছিলেন রাজা। সেই ঘটনার কারণে ২ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। সর্বশেষ ২৪ মাসে তাঁর নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এতে করে সামনের দুই ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

রাজার নিষেধাজ্ঞা ইতিমধ্যে শুরুও হয়েছে। বিকেলে শুরু হওয়া দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাঁকে ছাড়াই খেলতেও নেমেছে জিম্বাবুয়ে। শুধু ডিমেরিট পয়েন্টেই পার পাননি জিম্বাবুয়ের অলরাউন্ডার ৫০ শতাংশ ম্যাচ ফিও কাটা গেছে তাঁর। রাজার সঙ্গে ডিমেরিট ও জরিমানা গুনেছেন দ্বন্দ্বে জড়ানো আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার ও জশ লিটল। এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তারা। সঙ্গে ম্যাচ ফির ১৫ শতাংশ করে কাটা গেছে তাঁদের। 

জিম্বাবুয়ের ইনিংসের ১৪ তম ওভারে বাগ্‌বিতাণ্ডার ঘটনাটি ঘটে। লিটলের বলে সিঙ্গেল রান নেওয়ার সময় দৌড়ের মাঝপথে আয়ারল্যান্ডের বোলার দাঁড়ালে রেগে যান রাজা। দুজনের ঝগড়ায় লিটলের সতীর্থ ক্যাম্ফারও যোগ দেন তাতে। এরই একপর্যায়ে ক্যাম্ফারকে ব্যাট হাতে মারতে তেড়ে যান রাজা। পরে তাঁদের শান্ত করেন মাঠের দুই আম্পায়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত