নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাকিব আল হাসান একেবারে দূরে সরে যাননি। কদিন আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন তিনি। কিন্তু বাংলাদেশের জার্সিতে তিনি খেলছেন না প্রায় ৮ মাস। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে আজ শুক্রবার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি।
সাকিব গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন। টেস্ট ও ওয়ানডেটা চালিয়ে যেতে চান। যেখানে অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু দেশে ফিরতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তখন তাঁকে (সাকিব) নিরুৎসাহিত করেছিলেন। অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের পর সাকিবকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। সাত মাস আগে তখন বিসিবির সভাপতি ছিলেন ফারুক আহমেদ।
নানা নাটকীয়তার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গতকাল বৃহস্পতিবার রাতে ফারুকের পরিচালক পদ বাতিল করে দেয়। যে এনএসসির মাধ্যমে ফারুক সভাপতি হয়েছিলেন, তাদের মাধ্যমেই সভাপতির পদটা হারালেন তিনি। আজ ফারুকের স্থলাভিষিক্ত হয়েছেন বুলবুল। যে সাকিব গত বছরের ৫ আগস্ট পতন হওয়া আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন, তাঁকে দেশে ফেরাতে বর্তমান সরকারকে রাজি করানো যাবে কি? মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘উপদেষ্টার চাওয়া না-চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর বিসিবি নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া আছে। নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন। তাঁদের সিদ্ধান্তকে আমরা সম্মান করব।’
২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন সাকিব। কিন্তু বাংলাদেশের জার্সিতে শেষ যে কয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গত বছর, সেখানে তাঁর ফর্ম ছিল না আশানুরূপ। তারকা অলরাউন্ডারের বর্তমানে বয়স ৩৮ বছর। সাকিবের ফিটনেসের প্রতি গুরুত্ব দিয়েছেন বুলবুল। নতুন বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আশা করব, সাকিব ফিট থাকবে ও ভালো ক্রিকেট খেলবে।’
বিসিবির পরবর্তী নির্বাচন এ বছরের অক্টোবরে। সে হিসাবে আগামী নির্বাচন পর্যন্ত বুলবুল বিসিবি সভাপতি হিসেবে থাকছেন। তবে নির্দিষ্ট কত দিনের জন্য বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন তিনি, স্পষ্ট কিছু বলেননি। সাংবাদিকদের বিসিবি নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখানে আসিনি।'
বুলবুলের মতে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নতুন বিসিবি সভাপতি বলেন, ‘দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। দেশে কী ক্রিকেট আছে, চেষ্টা করব সেটাকে আরও এগিয়ে নিতে। আমার বিশ্বাস করি, ১১ জন ক্রিকেট খেলে না। দেশের সবাই ক্রিকেট খেলে। আশা করব, আমরা একটা দল হিসেবে কাজ করব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি সাকিবকে। ঢাকার একটি ক্রিকেট টুর্নামেন্টে কদিন আগে সাংবাদিকেরা বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে প্রশ্ন করেছিলেন, সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে কিনা। মিঠু তখন বলেছিলেন, ‘অবশ্যই নয়।’
ইংল্যান্ডের সারেতে কাউন্টি ক্লাব খেলতে গিয়ে গত বছর সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। সব ধরনের ক্রিকেটে তাঁর বোলিং নিষিদ্ধ হয়েছিল। যার ফলে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি সাকিবের। জানুয়ারিতে দল ঘোষণার সময় বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমনটাই জানিয়েছিলেন। বারবার পরীক্ষা দিয়ে ব্যর্থ সাকিব পরীক্ষায় পাস করছিলেন মার্চে।
আরও পড়ুন:
প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাকিব আল হাসান একেবারে দূরে সরে যাননি। কদিন আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন তিনি। কিন্তু বাংলাদেশের জার্সিতে তিনি খেলছেন না প্রায় ৮ মাস। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে আজ শুক্রবার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি।
সাকিব গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন। টেস্ট ও ওয়ানডেটা চালিয়ে যেতে চান। যেখানে অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু দেশে ফিরতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তখন তাঁকে (সাকিব) নিরুৎসাহিত করেছিলেন। অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের পর সাকিবকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। সাত মাস আগে তখন বিসিবির সভাপতি ছিলেন ফারুক আহমেদ।
নানা নাটকীয়তার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গতকাল বৃহস্পতিবার রাতে ফারুকের পরিচালক পদ বাতিল করে দেয়। যে এনএসসির মাধ্যমে ফারুক সভাপতি হয়েছিলেন, তাদের মাধ্যমেই সভাপতির পদটা হারালেন তিনি। আজ ফারুকের স্থলাভিষিক্ত হয়েছেন বুলবুল। যে সাকিব গত বছরের ৫ আগস্ট পতন হওয়া আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন, তাঁকে দেশে ফেরাতে বর্তমান সরকারকে রাজি করানো যাবে কি? মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘উপদেষ্টার চাওয়া না-চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর বিসিবি নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া আছে। নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন। তাঁদের সিদ্ধান্তকে আমরা সম্মান করব।’
২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন সাকিব। কিন্তু বাংলাদেশের জার্সিতে শেষ যে কয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গত বছর, সেখানে তাঁর ফর্ম ছিল না আশানুরূপ। তারকা অলরাউন্ডারের বর্তমানে বয়স ৩৮ বছর। সাকিবের ফিটনেসের প্রতি গুরুত্ব দিয়েছেন বুলবুল। নতুন বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আশা করব, সাকিব ফিট থাকবে ও ভালো ক্রিকেট খেলবে।’
বিসিবির পরবর্তী নির্বাচন এ বছরের অক্টোবরে। সে হিসাবে আগামী নির্বাচন পর্যন্ত বুলবুল বিসিবি সভাপতি হিসেবে থাকছেন। তবে নির্দিষ্ট কত দিনের জন্য বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন তিনি, স্পষ্ট কিছু বলেননি। সাংবাদিকদের বিসিবি নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখানে আসিনি।'
বুলবুলের মতে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নতুন বিসিবি সভাপতি বলেন, ‘দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। দেশে কী ক্রিকেট আছে, চেষ্টা করব সেটাকে আরও এগিয়ে নিতে। আমার বিশ্বাস করি, ১১ জন ক্রিকেট খেলে না। দেশের সবাই ক্রিকেট খেলে। আশা করব, আমরা একটা দল হিসেবে কাজ করব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি সাকিবকে। ঢাকার একটি ক্রিকেট টুর্নামেন্টে কদিন আগে সাংবাদিকেরা বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে প্রশ্ন করেছিলেন, সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে কিনা। মিঠু তখন বলেছিলেন, ‘অবশ্যই নয়।’
ইংল্যান্ডের সারেতে কাউন্টি ক্লাব খেলতে গিয়ে গত বছর সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। সব ধরনের ক্রিকেটে তাঁর বোলিং নিষিদ্ধ হয়েছিল। যার ফলে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি সাকিবের। জানুয়ারিতে দল ঘোষণার সময় বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমনটাই জানিয়েছিলেন। বারবার পরীক্ষা দিয়ে ব্যর্থ সাকিব পরীক্ষায় পাস করছিলেন মার্চে।
আরও পড়ুন:
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৬ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে