টেকনিক্যাল কমিটির দায়িত্ব যে মিসবাহ–উল–হক, ইমজামাম–উল–হক ও মোহাম্মদ হাফিজরা পাচ্ছেন তার ইঙ্গিত আগে দিয়ে রেখেছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। গতকাল আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণাও এসেছে।
মিসবাহকে এ কমিটির নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ককে সহায়তা করবেন ইনজামাম ও হাফিজ। পাকিস্তানের কিংবদন্তি তিন ক্রিকেটারকে নিয়ে গঠিত এই কমিটির দায়িত্ব অনেক বড়। তাঁদের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ।
হাফিজের অভিজ্ঞতা না থাকলেও এর আগে পাকিস্তান দলের হয়ে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন মিসবাহ ও ইনজামাম। কমিটি নিয়োগের বিষয়ে জাকা আশরাফ বলেছেন, ‘মিসবাহ, ইনজামাম ও হাফিজকে স্বাগত জানাতে পেরে অনেক আনন্দিত। তারা দেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করবে। সাবেক তিন অধিনায়কের ক্রিকেট জ্ঞান অগাধ এবং আধুনিক ক্রিকেটের চাহিদা সম্পর্কেও তাদের বোঝাপড়া ভালো।’
নিজের অনুভূতি জানাতে গিয়ে মিসবাহ সম্মানিতবোধ করেছেন বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক কোচ বলেছেন, ‘কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। পাকিস্তান ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দিয়েছেন এমন কয়েকজন সম্মানিত ক্রিকেটারও কমিটিতে আছেন।’
মিসবাহর কমিটির দায়িত্ব থাকবে ঘরোয়া থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত। ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগ, কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি এবং আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি পরিকল্পনা করা। কমিটি চাইলে বাড়তি ক্রিকেট বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাতে পারবেন। সবকিছু পরিকল্পনা করে মিসবাহদের কাজ হবে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রধান আশরাফের কাছে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া। অর্থাৎ, তাঁদের পরামর্শের উপর নির্ভর করবে কোনো বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত।
টেকনিক্যাল কমিটির দায়িত্ব যে মিসবাহ–উল–হক, ইমজামাম–উল–হক ও মোহাম্মদ হাফিজরা পাচ্ছেন তার ইঙ্গিত আগে দিয়ে রেখেছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। গতকাল আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণাও এসেছে।
মিসবাহকে এ কমিটির নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ককে সহায়তা করবেন ইনজামাম ও হাফিজ। পাকিস্তানের কিংবদন্তি তিন ক্রিকেটারকে নিয়ে গঠিত এই কমিটির দায়িত্ব অনেক বড়। তাঁদের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ।
হাফিজের অভিজ্ঞতা না থাকলেও এর আগে পাকিস্তান দলের হয়ে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন মিসবাহ ও ইনজামাম। কমিটি নিয়োগের বিষয়ে জাকা আশরাফ বলেছেন, ‘মিসবাহ, ইনজামাম ও হাফিজকে স্বাগত জানাতে পেরে অনেক আনন্দিত। তারা দেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করবে। সাবেক তিন অধিনায়কের ক্রিকেট জ্ঞান অগাধ এবং আধুনিক ক্রিকেটের চাহিদা সম্পর্কেও তাদের বোঝাপড়া ভালো।’
নিজের অনুভূতি জানাতে গিয়ে মিসবাহ সম্মানিতবোধ করেছেন বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক কোচ বলেছেন, ‘কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। পাকিস্তান ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দিয়েছেন এমন কয়েকজন সম্মানিত ক্রিকেটারও কমিটিতে আছেন।’
মিসবাহর কমিটির দায়িত্ব থাকবে ঘরোয়া থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত। ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগ, কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি এবং আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি পরিকল্পনা করা। কমিটি চাইলে বাড়তি ক্রিকেট বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাতে পারবেন। সবকিছু পরিকল্পনা করে মিসবাহদের কাজ হবে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রধান আশরাফের কাছে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া। অর্থাৎ, তাঁদের পরামর্শের উপর নির্ভর করবে কোনো বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৮ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে