মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেন মোস্তাফিজ-তামিমরা।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তামিম ইকবালের দেড় শ ছাড়ানো ইনিংস। আর ১৬ মাস পর লাল হাতে নিয়েই মোস্তাফিজুর চমক। গতকাল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে নিজের প্রথম ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে নিয়েছেন আরও একটি। মোস্তাফিজ ছাড়া ইবাদত হোসেনও নিয়েছেন ৩ উইকেট। অন্য দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা পেয়েছেন ১টি করে উইকেট। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৪৭ রান।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছে তামিম। দেড় শ ছাড়ানো এই ওপেনার শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে নাজমুল হোসেন শান্তর ফিফটি বাদে আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ইবাদত। এই পেসার বলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড় শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজকে(গতকাল) যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’
মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেন মোস্তাফিজ-তামিমরা।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তামিম ইকবালের দেড় শ ছাড়ানো ইনিংস। আর ১৬ মাস পর লাল হাতে নিয়েই মোস্তাফিজুর চমক। গতকাল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে নিজের প্রথম ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে নিয়েছেন আরও একটি। মোস্তাফিজ ছাড়া ইবাদত হোসেনও নিয়েছেন ৩ উইকেট। অন্য দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা পেয়েছেন ১টি করে উইকেট। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৪৭ রান।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছে তামিম। দেড় শ ছাড়ানো এই ওপেনার শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে নাজমুল হোসেন শান্তর ফিফটি বাদে আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ইবাদত। এই পেসার বলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড় শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজকে(গতকাল) যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৩ মিনিট আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
২৯ মিনিট আগেশ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে
১ ঘণ্টা আগেকিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
৩ ঘণ্টা আগে