Ajker Patrika

ভিভ রিচার্ডসের পাশে বসে ব্র্যাডম্যানকে ডাকছেন রোহিত! 

ভিভ রিচার্ডসের পাশে বসে ব্র্যাডম্যানকে ডাকছেন রোহিত! 

ওভাল টেস্টের তৃতীয় দিনে দারুণ এক সেঞ্চুরিতে ভারতকে ম্যাচে রেখেছেন রোহিত শর্মা। ভারতের বাইরে টেস্টে রোহিতের এটিই প্রথম সেঞ্চুরি। যদিও দিনের খেলা শেষ হওয়ার আগে অলি রবিনসনের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে ১২৭ রানে থামতে হয়েছে ভারতীয় ওপেনারকে। 

টেস্টে ঘরের বাইরে প্রথম সেঞ্চুরি হলেও ইংলিশদের মাটিতে সবমিলিয়ে এটি নবম সেঞ্চুরি রোহিতের। ইংল্যান্ডে সফরকারী দলের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি সেঞ্চুরিতে তিনি ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ৪৬ ইনিংসে ইংল্যান্ডে আটটি সেঞ্চুরি করেছেন দ্রাবিড়। তিন সংস্করণ মিলিয়ে ৩৯ ইনিংসেই রোহিত ছাড়িয়ে গেছেন পূর্বসূরিকে। 

রোহিতের সমান নয়টি সেঞ্চুরি করে দ্বিতীয়স্থানে আছেন ভিভ রিচার্ডস। তবে ভারতীয় ওপেনারের চেয়ে ১৬টি ইনিংস বেশি খেলেছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। রোহিত ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন তালিকায় সবার ওপরে থাকা ডন ব্র্যাডম্যানকে। মাত্র ১৯ ইনিংসে ইংলিশদের মাটিতে ১১টি সেঞ্চুরি করেছেন কিংবদন্তি ব্র্যাডম্যান। 

একটা জায়গায় অবশ্য সবার চেয়ে এগিয়েই আছেন ভিভ। এই তালিকার সবচেয়ে বেশি ৫৫ ইনিংস খেলা ক্যারিবিয়ান কিংবদন্তি ৬৪.১৮ গড়ে করেছেন ৩৪০২ রান। রানে সবার চেয়ে বেশ পিছিয়েই আছে রোহিত। ৩৯ ইনিংসে ৫৪.৪৭ গড়ে ২০৭০ রান তাঁর। 

ওভালে সেঞ্চুরি করে আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত। এত দিন ইংলিশদের মাটিতে তিন সংস্করণেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান ছিলেন লোকেশ রাহুল। কাল সে তালিকায় নাম তুলেছেন রাহুলের ওপেনিং সঙ্গী রোহিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত