নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জিততে শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর এবার দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ে সে বার্তায় দিয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ শেষ করেছেন তামিম ইকবালরা। বিদেশে ঐতিহাসিক এই সিরিজ জয়কে অর্জনের খাতায় সবার উপরে রাখবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রোটিয়াদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৯ উইকেট বাকি থাকতেই পেরিয়ে যায় বাংলাদেশ। তাসকিন আহমেদের পাঁচ উইকেটের পর অপরাজিত ৮৭ রানে বাংলাদেশকে সহজ জয় এনে দেন তামিম।
ম্যাচ শেষে তাসকিন-শরীফুলদের ধন্যবাদ দিতে ভুলেনি তামিম। তিনি বলেছেন, ‘আমি খুবই গর্বিত। বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার ফাইফার নিয়েছে, ম্যাচসেরা, সিরিজ সেরার পুরস্কার জিতেছে। আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না। বাংলাদেশের ব্যাপারে সবাই স্পিন বোলিংয়ের কথা বলে। কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট গত দুই বছর ধরে দুর্দান্ত।’
তাসকিনদের উন্নতির জন্য বাংলাদেশের বর্তমান ও সাবেক কোচদের কথা মনে করলেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি সব কোচদের (বর্তমান) এবং আগেও যারা কাজ করেছে ওদের (তাসকিনদের) সঙ্গে, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ কাজ করেছেন।’
বিদেশে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এই সিরিজকেই মনে করেন তামিম। তিনি বলেছেন, ‘এটি অনেক বড় (অর্জন)। এটি খুব সম্ভবত আমরা যে চারজন সিনিয়র আছি ১৫ বছর ধরে খেলছি, সবার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। আমি এই সিরিজ জয়কেই সবার ওপরে রাখব।’
পরিবারের ক্লান্তিকালেও দলের সঙ্গে সিরিজ জয়ের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন সাকিব। তাঁর এমন সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তামিম বলেছেন, ‘সাকিবের এখানে আসা ও খেলা অনেক বড় বিষয় ছিল। বিশেষ করে ওর দুই মেয়ে, মা এবং শাশুড়ি হাসপাতালে ভর্তি। তবু সে দেশের হয়ে খেলছে। এটিই ওর ক্যারেক্টার প্রমাণ করে। ও সিরিজটি জিততে চেয়েছিল। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। পুরো সিরিজে ও দুর্দান্ত ছিল।’
সেঞ্চুরিয়নের গ্যালারিকে তামিমের চোখে ঢাকা মনে হয়েছিল। প্রবাসী দর্শকদের নিবেদন দেখে তামিম বলেছেন, ‘‘সত্যি বলতে আমার মনে হয়েছে এটি ‘মিনি ঢাকা’। তারা অসাধারণ ছিল। রাসেল, আমাদের হেড কোচ যেমনটা বলে, তারাই আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। আমরা যেখানেই খেলি, জিতি অথবা হারি...তাসব সময়ময় থাকে আমাদের পাশে।’
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জিততে শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর এবার দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ে সে বার্তায় দিয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ শেষ করেছেন তামিম ইকবালরা। বিদেশে ঐতিহাসিক এই সিরিজ জয়কে অর্জনের খাতায় সবার উপরে রাখবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রোটিয়াদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৯ উইকেট বাকি থাকতেই পেরিয়ে যায় বাংলাদেশ। তাসকিন আহমেদের পাঁচ উইকেটের পর অপরাজিত ৮৭ রানে বাংলাদেশকে সহজ জয় এনে দেন তামিম।
ম্যাচ শেষে তাসকিন-শরীফুলদের ধন্যবাদ দিতে ভুলেনি তামিম। তিনি বলেছেন, ‘আমি খুবই গর্বিত। বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার ফাইফার নিয়েছে, ম্যাচসেরা, সিরিজ সেরার পুরস্কার জিতেছে। আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না। বাংলাদেশের ব্যাপারে সবাই স্পিন বোলিংয়ের কথা বলে। কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট গত দুই বছর ধরে দুর্দান্ত।’
তাসকিনদের উন্নতির জন্য বাংলাদেশের বর্তমান ও সাবেক কোচদের কথা মনে করলেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি সব কোচদের (বর্তমান) এবং আগেও যারা কাজ করেছে ওদের (তাসকিনদের) সঙ্গে, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ কাজ করেছেন।’
বিদেশে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এই সিরিজকেই মনে করেন তামিম। তিনি বলেছেন, ‘এটি অনেক বড় (অর্জন)। এটি খুব সম্ভবত আমরা যে চারজন সিনিয়র আছি ১৫ বছর ধরে খেলছি, সবার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। আমি এই সিরিজ জয়কেই সবার ওপরে রাখব।’
পরিবারের ক্লান্তিকালেও দলের সঙ্গে সিরিজ জয়ের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন সাকিব। তাঁর এমন সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তামিম বলেছেন, ‘সাকিবের এখানে আসা ও খেলা অনেক বড় বিষয় ছিল। বিশেষ করে ওর দুই মেয়ে, মা এবং শাশুড়ি হাসপাতালে ভর্তি। তবু সে দেশের হয়ে খেলছে। এটিই ওর ক্যারেক্টার প্রমাণ করে। ও সিরিজটি জিততে চেয়েছিল। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। পুরো সিরিজে ও দুর্দান্ত ছিল।’
সেঞ্চুরিয়নের গ্যালারিকে তামিমের চোখে ঢাকা মনে হয়েছিল। প্রবাসী দর্শকদের নিবেদন দেখে তামিম বলেছেন, ‘‘সত্যি বলতে আমার মনে হয়েছে এটি ‘মিনি ঢাকা’। তারা অসাধারণ ছিল। রাসেল, আমাদের হেড কোচ যেমনটা বলে, তারাই আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। আমরা যেখানেই খেলি, জিতি অথবা হারি...তাসব সময়ময় থাকে আমাদের পাশে।’
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে