Ajker Patrika

গায়ানা থেকে মাহমুদউল্লাহ-মোস্তাফিজদের ঈদ শুভেচ্ছা

গায়ানা থেকে মাহমুদউল্লাহ-মোস্তাফিজদের ঈদ শুভেচ্ছা

দেশের বাইরে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের অভিজ্ঞতা বাংলাদেশ দলের আগে থেকেই আছে। উইন্ডিজ সফরে থাকা ক্রিকেটারদের এবারের ঈদও পালন করতে হচ্ছে বিদেশ-বিভুঁইয়ে।

বাংলাদেশের ক্যারিবীয় সফরের শেষ পর্ব চলছে গায়ানায়। আগামীকাল সন্ধ্যায় সেখানে প্রথম ওয়ানডে খেলতে নামবেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সেই গায়ানাতেও ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশে হবে আগামীকাল। গায়ানার রাজধানী জর্জটাউনের সবচেয়ে বড় কুইন্সটাউন জামে মসজিদে ঈদের নামাজ পড়েছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামরা। নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও বার্তায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই দারুল সময় কাটাচ্ছেন। পরিবার ও সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’ 

বাঁ হাতি পেসার শরীফুল বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করুন। এটাই আমার চাওয়া। ধন্যবাদ।’ 

কাটার মাস্টার মোস্তাফিজ বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে ঈদ উদ্‌যাপন করুন—এই আশা করি।’ 

এবারের উইন্ডিজ সফরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে ২-০ ব্যবধানে। 

এই দুই সংস্করণে এমনিতেই কমজোরি বাংলাদেশ। সেসব ভুলে ঈদ-আনন্দে মেতে ওঠা ক্রিকেটাররা নিশ্চয়ই নিজেদের পছন্দের সংস্করণে ঘুরে দাঁড়াতে চাইবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত