এ বছর বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান যেন একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার খেলায় নেমেছেন। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে। ওপেনিংয়ে জুটি বেঁধে বেশ কয়েকটি রেকর্ড নাম লিখিয়েছেন দুজন। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার সেঞ্চুরি জুটি গড়েছেন দুজন।
রিজওয়ান এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রানের রেকর্ড ছুঁয়েছেন। এ বছর স্বাভাবিকভাবে সর্বোচ্চ রানের (২০৩৬) মালিকও এই উইকেটকিপার ব্যাটার। পিছিয়ে নেই বাবরও। এ বছর সর্বোচ্চ রানের (১৭৭৯) তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তান অধিনায়ক।
এ বছর ২৯ ম্যাচের ২০ টিতেই জিতে দুজনেই দারুণ ছন্দে থাকার পুরো সুযোগটাই নিয়েছে পাকিস্তান। দুজনের স্ট্রাইক রেটও ছন্দে থাকার কথাই বলছে। রিজওয়ান নিজের সর্বশেষ ৩০ ম্যাচ ৭৪.৪৭ গড়ে ১৩৫.৭৯ স্ট্রাইক রেটে ১৩ ফিফটি আর একটি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে বাবর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে ১২৬.২৫ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৩০৩ রান করেছেন।
এক সময় এই স্ট্রাইক রেটের জন্য সমালোচনা সহ্য করতে হয়েছিল দুজনকে। গায়ের সঙ্গে সেঁটে দেওয়া হয়েছিল—টি-টোয়েন্টিতে চলে না। সেই সমালোচকদের একজন রশিদ লতিফ। ভোল পাল্টে সাবেক এই পাকিস্তান অধিনায়ক এখন দুজনকে প্রশংসা বন্যায় ভাসাচ্ছেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে কাছে তাঁর দাবি, এক সময় পাকিস্তান বলত, আমাদের দলে একজন বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো ক্রিকেটার নেই। এবার ভারতও বলবে, আমাদের দলে একজন মোহাম্মদ রিজওয়ান কিংবা বাবর আজম নেই।
বাবর-রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে মাসখানেক আগে কড়া সমালোচনা করেছিলেন রশিদ। এখন তিনি বলছেন, ‘এর আগে ওদের (রিজওয়ান-বাবর) স্ট্রাইক রেট নিয়ে আমার কিছুটা সন্দেহ ছিল। কিন্তু তারা সেই শূন্যতা পূরণ করেছে।’
এ বছর বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান যেন একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার খেলায় নেমেছেন। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে। ওপেনিংয়ে জুটি বেঁধে বেশ কয়েকটি রেকর্ড নাম লিখিয়েছেন দুজন। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার সেঞ্চুরি জুটি গড়েছেন দুজন।
রিজওয়ান এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রানের রেকর্ড ছুঁয়েছেন। এ বছর স্বাভাবিকভাবে সর্বোচ্চ রানের (২০৩৬) মালিকও এই উইকেটকিপার ব্যাটার। পিছিয়ে নেই বাবরও। এ বছর সর্বোচ্চ রানের (১৭৭৯) তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তান অধিনায়ক।
এ বছর ২৯ ম্যাচের ২০ টিতেই জিতে দুজনেই দারুণ ছন্দে থাকার পুরো সুযোগটাই নিয়েছে পাকিস্তান। দুজনের স্ট্রাইক রেটও ছন্দে থাকার কথাই বলছে। রিজওয়ান নিজের সর্বশেষ ৩০ ম্যাচ ৭৪.৪৭ গড়ে ১৩৫.৭৯ স্ট্রাইক রেটে ১৩ ফিফটি আর একটি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে বাবর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে ১২৬.২৫ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৩০৩ রান করেছেন।
এক সময় এই স্ট্রাইক রেটের জন্য সমালোচনা সহ্য করতে হয়েছিল দুজনকে। গায়ের সঙ্গে সেঁটে দেওয়া হয়েছিল—টি-টোয়েন্টিতে চলে না। সেই সমালোচকদের একজন রশিদ লতিফ। ভোল পাল্টে সাবেক এই পাকিস্তান অধিনায়ক এখন দুজনকে প্রশংসা বন্যায় ভাসাচ্ছেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে কাছে তাঁর দাবি, এক সময় পাকিস্তান বলত, আমাদের দলে একজন বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো ক্রিকেটার নেই। এবার ভারতও বলবে, আমাদের দলে একজন মোহাম্মদ রিজওয়ান কিংবা বাবর আজম নেই।
বাবর-রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে মাসখানেক আগে কড়া সমালোচনা করেছিলেন রশিদ। এখন তিনি বলছেন, ‘এর আগে ওদের (রিজওয়ান-বাবর) স্ট্রাইক রেট নিয়ে আমার কিছুটা সন্দেহ ছিল। কিন্তু তারা সেই শূন্যতা পূরণ করেছে।’
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
২৭ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে