আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি করেছে।
চুক্তির আওতায় একোস্টার তাদের এডব্লিউএস-৪ এবং এইচ-ব্লক স্পেকট্রাম লাইসেন্স স্পেসএক্সকে দিচ্ছে। এই চুক্তির মধ্যে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৮৫০ কোটি ডলার নগদ অর্থ এবং বাকি ৮৫০ কোটি ডলার স্পেসএক্সের শেয়ারের মাধ্যমে প্রদান করা হবে। এই নগদ অর্থের মধ্যে ২ বিলিয়ন ডলার বা ২০০ কোটি ডলার একোস্টারের ঋণের সুদ পরিশোধে ব্যবহৃত হবে।
২০২৪ সালে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্পেসএক্সকে মোবাইল ফোনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি দেয়। এই পরিষেবার প্রথম অংশীদার টিমোবাইল। নতুন স্পেকট্রাম অধিগ্রহণের ফলে স্পেসএক্স ভবিষ্যতে অন্যান্য নেটওয়ার্ক সরবরাহকারীর ওপর নির্ভর না করেই সরাসরি মোবাইল পরিষেবা দিতে পারবে।
স্পেসএক্স জানিয়েছে, নতুন এই স্পেকট্রামের ফলে তারা যখন পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট চালু করবে, তখন সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবায় উন্নত ও দ্রুতগতির ‘৫জি প্রযুক্তি’ ব্যবহার করা যাবে। এতে করে গ্রাহকেরা আরও ভালো গতির ইন্টারনেট সুবিধা পাবেন। একই সঙ্গে একোস্টারের বুস্ট মোবাইল গ্রাহকেরাও স্টারলিংকের এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।
এই চুক্তির পেছনে এফসিসির চাপও ছিল। চলতি বছরের মে মাসে একোস্টারের স্পেকট্রাম ব্যবহার নিয়ে তদন্ত শুরু করে এফসিসি, যা স্পেসএক্সের প্রকাশ্য অনুরোধের পর আসে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে একোস্টার সিইও চার্লি এরগেনকে স্পেকট্রাম বিক্রির আহ্বান জানান।
এদিকে, গত ২৬ আগস্ট একোস্টার ২৩ বিলিয়ন ডলারের বা ২ হাজার ৩০০ কোটি ডলারের স্পেকট্রাম লাইসেন্স এটিঅ্যান্ডটির কাছে বিক্রি করে। একোস্টার জানিয়েছে, এটিঅ্যান্ডটি ও স্পেসএক্সের সঙ্গে স্পেকট্রাম বিক্রির এই দুটি চুক্তি এফসিসির তদন্তের মীমাংসা ঘটাবে বলে তারা আশা করছে।
এই চুক্তির ফলে একোস্টারের নিজস্ব স্যাটেলাইট সংযোগ পরিষেবা গঠনের পরিকল্পনা কার্যত বাতিল হয়েছে। এরই অংশ হিসেবে কানাডার স্যাটেলাইট নির্মাতা এমডিএ স্পেসের সঙ্গে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বা ১৩০ কোটি ডলারের ১০০ স্যাটেলাইট নির্মাণ চুক্তি একোস্টার বাতিল করেছে। চুক্তিটি মাত্র পাঁচ সপ্তাহ আগেই ঘোষণা করা হয়েছিল।
স্পেসএক্স বলেছে, এই নতুন স্পেকট্রামের মাধ্যমে তারা এমন উন্নত প্রযুক্তির স্যাটেলাইট তৈরি করবে, যা প্রথম প্রজন্মের স্টারলিংক ডাইরেক্ট টু সেল স্যাটেলাইটের চেয়ে ১০০ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি করেছে।
চুক্তির আওতায় একোস্টার তাদের এডব্লিউএস-৪ এবং এইচ-ব্লক স্পেকট্রাম লাইসেন্স স্পেসএক্সকে দিচ্ছে। এই চুক্তির মধ্যে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৮৫০ কোটি ডলার নগদ অর্থ এবং বাকি ৮৫০ কোটি ডলার স্পেসএক্সের শেয়ারের মাধ্যমে প্রদান করা হবে। এই নগদ অর্থের মধ্যে ২ বিলিয়ন ডলার বা ২০০ কোটি ডলার একোস্টারের ঋণের সুদ পরিশোধে ব্যবহৃত হবে।
২০২৪ সালে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্পেসএক্সকে মোবাইল ফোনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি দেয়। এই পরিষেবার প্রথম অংশীদার টিমোবাইল। নতুন স্পেকট্রাম অধিগ্রহণের ফলে স্পেসএক্স ভবিষ্যতে অন্যান্য নেটওয়ার্ক সরবরাহকারীর ওপর নির্ভর না করেই সরাসরি মোবাইল পরিষেবা দিতে পারবে।
স্পেসএক্স জানিয়েছে, নতুন এই স্পেকট্রামের ফলে তারা যখন পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট চালু করবে, তখন সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবায় উন্নত ও দ্রুতগতির ‘৫জি প্রযুক্তি’ ব্যবহার করা যাবে। এতে করে গ্রাহকেরা আরও ভালো গতির ইন্টারনেট সুবিধা পাবেন। একই সঙ্গে একোস্টারের বুস্ট মোবাইল গ্রাহকেরাও স্টারলিংকের এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।
এই চুক্তির পেছনে এফসিসির চাপও ছিল। চলতি বছরের মে মাসে একোস্টারের স্পেকট্রাম ব্যবহার নিয়ে তদন্ত শুরু করে এফসিসি, যা স্পেসএক্সের প্রকাশ্য অনুরোধের পর আসে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে একোস্টার সিইও চার্লি এরগেনকে স্পেকট্রাম বিক্রির আহ্বান জানান।
এদিকে, গত ২৬ আগস্ট একোস্টার ২৩ বিলিয়ন ডলারের বা ২ হাজার ৩০০ কোটি ডলারের স্পেকট্রাম লাইসেন্স এটিঅ্যান্ডটির কাছে বিক্রি করে। একোস্টার জানিয়েছে, এটিঅ্যান্ডটি ও স্পেসএক্সের সঙ্গে স্পেকট্রাম বিক্রির এই দুটি চুক্তি এফসিসির তদন্তের মীমাংসা ঘটাবে বলে তারা আশা করছে।
এই চুক্তির ফলে একোস্টারের নিজস্ব স্যাটেলাইট সংযোগ পরিষেবা গঠনের পরিকল্পনা কার্যত বাতিল হয়েছে। এরই অংশ হিসেবে কানাডার স্যাটেলাইট নির্মাতা এমডিএ স্পেসের সঙ্গে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বা ১৩০ কোটি ডলারের ১০০ স্যাটেলাইট নির্মাণ চুক্তি একোস্টার বাতিল করেছে। চুক্তিটি মাত্র পাঁচ সপ্তাহ আগেই ঘোষণা করা হয়েছিল।
স্পেসএক্স বলেছে, এই নতুন স্পেকট্রামের মাধ্যমে তারা এমন উন্নত প্রযুক্তির স্যাটেলাইট তৈরি করবে, যা প্রথম প্রজন্মের স্টারলিংক ডাইরেক্ট টু সেল স্যাটেলাইটের চেয়ে ১০০ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
সোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
৩ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
২০ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা সম্প্রতি একটি বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকেই জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ ওয়েবের চ্যাট ঠিকমতো স্ক্রল করা যাচ্ছে না। ফলে চ্যাটের কথোপকথন খুঁজে পাওয়া বা পুরোনো মেসেজে দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আজ সকাল থেকেই এই সমস্যা দেখা গিয়েছে।
১ দিন আগে