নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আজ শুরু হয়েছে এই বিশেষ কোর্স। মূল লক্ষ্য স্থানীয় কোচদের দক্ষতা বাড়ানো, আধুনিক ব্যাটিং কোচিংয়ের কৌশল শেখানো। আর এই কাজটি করাচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে রোস ও ইয়ান রেন শো’র মতো আলোচিত ব্যাটিং কোচেস এডুকেটর। তিন দিনের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে রান স্কোরিং কর্মশালা।
এ কর্মশালায় যুক্ত হয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজিম উদ্দিন, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুল, জাভেদ ওমর বেলিম, বিসিবির হাই পারফরম্যান্স ম্যানেজার শাহরিয়ার নাফীস, নাদিফ চৌধুরী, ফরহাদ হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আয়ুবসহ আরও অনেকে।
বিসিবি সভাপতি নিজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এই কোচিং প্রোগ্রামে। আগেই তিনি জানিয়েছিলেন, বিভিন্ন আয়োজনে সেপ্টেম্বর মাসটা তাঁর জন্য হবে বিশেষ কিছু। ১১ ও ১২ সেপ্টেম্বর চলবে এই সেশন। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল–থ্রি কোচিং কোর্স, যেখানে তিনি থাকবেন প্রেজেন্টার হিসেবে।
বাংলাদেশ ক্রিকেটে একসময় বোর্ড সভাপতি কিংবা শীর্ষ কর্মকর্তাদের দেখা যেত বিদেশ সফরে দলের পাশে থাকতে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমিনুল ইসলাম বুলবুল ভিন্ন পথ বেছে নিয়েছেন। জাতীয় দলের সফরে এখনও তাঁর সঙ্গী হওয়া হয়নি। কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে বসে দেখেছেন। সেখানে সেরেছিলেন বিশেষ বোর্ড সভাও।

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আজ শুরু হয়েছে এই বিশেষ কোর্স। মূল লক্ষ্য স্থানীয় কোচদের দক্ষতা বাড়ানো, আধুনিক ব্যাটিং কোচিংয়ের কৌশল শেখানো। আর এই কাজটি করাচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে রোস ও ইয়ান রেন শো’র মতো আলোচিত ব্যাটিং কোচেস এডুকেটর। তিন দিনের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে রান স্কোরিং কর্মশালা।
এ কর্মশালায় যুক্ত হয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজিম উদ্দিন, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুল, জাভেদ ওমর বেলিম, বিসিবির হাই পারফরম্যান্স ম্যানেজার শাহরিয়ার নাফীস, নাদিফ চৌধুরী, ফরহাদ হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আয়ুবসহ আরও অনেকে।
বিসিবি সভাপতি নিজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এই কোচিং প্রোগ্রামে। আগেই তিনি জানিয়েছিলেন, বিভিন্ন আয়োজনে সেপ্টেম্বর মাসটা তাঁর জন্য হবে বিশেষ কিছু। ১১ ও ১২ সেপ্টেম্বর চলবে এই সেশন। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল–থ্রি কোচিং কোর্স, যেখানে তিনি থাকবেন প্রেজেন্টার হিসেবে।
বাংলাদেশ ক্রিকেটে একসময় বোর্ড সভাপতি কিংবা শীর্ষ কর্মকর্তাদের দেখা যেত বিদেশ সফরে দলের পাশে থাকতে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমিনুল ইসলাম বুলবুল ভিন্ন পথ বেছে নিয়েছেন। জাতীয় দলের সফরে এখনও তাঁর সঙ্গী হওয়া হয়নি। কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে বসে দেখেছেন। সেখানে সেরেছিলেন বিশেষ বোর্ড সভাও।

স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৩ মিনিট আগে
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১ ঘণ্টা আগে
২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৩ ঘণ্টা আগে