২০২৪ আইপিএলে প্রথম ম্যাচের পর কাল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের ওয়াল যেন হলুদ রঙে রূপ নেয়! আর সেটি মোস্তাফিজুর রহমানের সৌজন্যে। দুর্দান্ত বোলিংয়ে আলোচনার কেন্দ্রে তিনি।
কাল আইপিএলে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোস্তাফিজ। ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আগের সেরা ছিল ১৬ রানে ৩ উইকেট। তাঁর স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন। শুধু পুরস্কারেই শেষ নয়, অবিশ্বাস্য বোলিং করায় প্রশংসায় ভাসছেন তিনি।
ম্যাচ শেষে দুই দলের হাত মেলানোর সময় বিরাট কোহলি তো মোস্তাফিজকে বুকেই টেনে নিলেন ৷ সেখানেই ফিজকে দেখে উচ্ছ্বসিত বেঙ্গালুরুতে কাজ করা বাংলাদেশ দলের সাবেক দুই কোচ নিল ম্যাকেঞ্জি আর রিচার্ড হ্যালসাল ৷ পুরোটা সময় সম্প্রচারকারী টেলিভিশনের ক্যামেরা তাক করা ছিল মোস্তাফিজের দিকে ৷
ভারতের সাবেক ক্রিকেটাররাও মোস্তাফিজের বোলিংয়ে মজেছেন। জিও সিনেমার পোস্ট ম্যাচ শোতে প্রশংসা করেছেন দুই সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯৫৬ উইকেটের মালিক কুম্বলে বলেছেন, ‘সে (মোস্তাফিজ) বাঁহাতি পেসার হিসেবে অসাধারণ একজন বোলার। দুর্দান্ত বোলিং করেছে সে। আজকের দিনের সেরা বোলার ছিল মোস্তাফিজ।’ অনুষ্ঠানটির সহ-আলোচক উথাপ্পা বলেছেন, ‘আপনি সব সময় একাদশে বাঁহাতি পেসারকে রাখতে চাইবেন। গত কয়েক বছর আইপিএলে ভালো কিছু করতে পারেনি মোস্তাফিজ। তবে চেন্নাই তাঁর সেরাটা বের করেছে। ফিজের কবজিতে বিভ্রান্ত হয়েছে ব্যাটাররা।’
ভারতের আরেক সাবেক পেসার ইরফান পাঠান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘চেন্নাইয়ের পিচে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য দেখাটা ছিল লোভনীয়।’ শুধু ভারতীয়রাই নন, মোস্তাফিজের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও। এবারের আইপিএলে দল না পাওয়া অজি ব্যাটার স্টার স্পোর্টসের শো ক্রিকেট লাইভে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। সেই শোতেই তিনি বলেছেন, ‘এই মাঠের সঙ্গে (চেন্নাই) খাপ খাইতে পারেনি বেঙ্গালুরু। চেন্নাই তাদের শক্তি দিয়েই খেলেছে। প্রতিপক্ষকে মাঝখানে চেপে ধরেছে তারা। এ সময় দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে উইকেট নিয়েছেন মোস্তাফিজ।’
বেঙ্গালুরুর উইকেট পড়া দেখে মজা করেছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক সামাজিক মাধ্যমে মাছ শিকারির একটা ছবি দিয়ে লিখেছেন, ‘মোস্তাফিজের বর্তমান সময়।’
২০২৪ আইপিএলে প্রথম ম্যাচের পর কাল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের ওয়াল যেন হলুদ রঙে রূপ নেয়! আর সেটি মোস্তাফিজুর রহমানের সৌজন্যে। দুর্দান্ত বোলিংয়ে আলোচনার কেন্দ্রে তিনি।
কাল আইপিএলে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোস্তাফিজ। ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আগের সেরা ছিল ১৬ রানে ৩ উইকেট। তাঁর স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন। শুধু পুরস্কারেই শেষ নয়, অবিশ্বাস্য বোলিং করায় প্রশংসায় ভাসছেন তিনি।
ম্যাচ শেষে দুই দলের হাত মেলানোর সময় বিরাট কোহলি তো মোস্তাফিজকে বুকেই টেনে নিলেন ৷ সেখানেই ফিজকে দেখে উচ্ছ্বসিত বেঙ্গালুরুতে কাজ করা বাংলাদেশ দলের সাবেক দুই কোচ নিল ম্যাকেঞ্জি আর রিচার্ড হ্যালসাল ৷ পুরোটা সময় সম্প্রচারকারী টেলিভিশনের ক্যামেরা তাক করা ছিল মোস্তাফিজের দিকে ৷
ভারতের সাবেক ক্রিকেটাররাও মোস্তাফিজের বোলিংয়ে মজেছেন। জিও সিনেমার পোস্ট ম্যাচ শোতে প্রশংসা করেছেন দুই সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯৫৬ উইকেটের মালিক কুম্বলে বলেছেন, ‘সে (মোস্তাফিজ) বাঁহাতি পেসার হিসেবে অসাধারণ একজন বোলার। দুর্দান্ত বোলিং করেছে সে। আজকের দিনের সেরা বোলার ছিল মোস্তাফিজ।’ অনুষ্ঠানটির সহ-আলোচক উথাপ্পা বলেছেন, ‘আপনি সব সময় একাদশে বাঁহাতি পেসারকে রাখতে চাইবেন। গত কয়েক বছর আইপিএলে ভালো কিছু করতে পারেনি মোস্তাফিজ। তবে চেন্নাই তাঁর সেরাটা বের করেছে। ফিজের কবজিতে বিভ্রান্ত হয়েছে ব্যাটাররা।’
ভারতের আরেক সাবেক পেসার ইরফান পাঠান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘চেন্নাইয়ের পিচে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য দেখাটা ছিল লোভনীয়।’ শুধু ভারতীয়রাই নন, মোস্তাফিজের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও। এবারের আইপিএলে দল না পাওয়া অজি ব্যাটার স্টার স্পোর্টসের শো ক্রিকেট লাইভে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। সেই শোতেই তিনি বলেছেন, ‘এই মাঠের সঙ্গে (চেন্নাই) খাপ খাইতে পারেনি বেঙ্গালুরু। চেন্নাই তাদের শক্তি দিয়েই খেলেছে। প্রতিপক্ষকে মাঝখানে চেপে ধরেছে তারা। এ সময় দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে উইকেট নিয়েছেন মোস্তাফিজ।’
বেঙ্গালুরুর উইকেট পড়া দেখে মজা করেছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক সামাজিক মাধ্যমে মাছ শিকারির একটা ছবি দিয়ে লিখেছেন, ‘মোস্তাফিজের বর্তমান সময়।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৪ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে