Ajker Patrika

শাহিনসের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বে হৃদয়

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৫: ১৯
শাহিনসের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বে হৃদয়

পাকিস্তান শাহিনসের বিপক্ষে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের জন্য আজ ১৪ দলের দল ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে আগামীকাল বেলা ১১টায় শুরু হবে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে, ২৮ ও ৩০ আগস্ট।

এর আগে ইসলামাবাদে শাহিনসের বিপক্ষে অনানুষ্ঠানিক চার দিনের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। ২৩ আগস্ট শেষ হওয়া বৃষ্টিবিঘ্নিত সিরিজ দুটিতে কোনো ফল না আসায় ট্রফি ভাগাভাগি করে দুই দল। সেই টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন এনামুল হক বিজয়। তবে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।

চার দিনের টেস্টে খেলেননি স্পিনার রিশাদ হোসেন ও বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালীন ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেন তাঁরা। রিশাদ ও মেহেদীকে নিয়ে ওয়ানডে সিরিজের দল দিয়েছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের বাংলাদেশ ‘এ’ দল: তাওহীদ হৃদয় (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত