Ajker Patrika

অভিনবভাবে বিশ্বকাপ দল দিল উগান্ডা

আপডেট : ০৮ মে ২০২৪, ১১: ২৭
অভিনবভাবে বিশ্বকাপ দল দিল উগান্ডা

প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটি পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের বাকি চার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

জুনে ২০ দলের যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল দিয়েছে ১২ দল। গত রাতে দল ঘোষণা করেছে উগান্ডাও। সেটিও অভিনব কায়দায়। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ভিডিও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে। 

সেখানে দেখা যায়, উগান্ডার একজন কর্মজীবী নাগরিক দৈনন্দিন কাজের জন্য মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর তাঁকে কর্মজীবী সেসব লোক একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্ড দিচ্ছেন। সেই কার্ডের এক পিঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। অপর পিঠে উগান্ডার কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাঁর ছবি, নাম, জার্সি নম্বর। 
 
কখনো মুদি দোকানে কখনো রাস্তার কোনো খাবারের দোকানে—এভাবেই সেই কর্মজীবী ব্যক্তি সারা দিনে জেনে জান উগান্ডার ১৫ সদস্যের বিশ্বকাপ দল। গত বছর আফ্রিকা বাছাইপর্বে যে ১৭ সদস্যের দল ছিল তাদের, সেখানে পাঁচ পরিবর্তন নিয়ে বিশ্বকাপ দল দিয়েছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন ব্রায়ান মাসাবা। তাঁর সহকারী রিয়াজাত আলী শাহ। দলে আছেন ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাও।

বিশ্বকাপ দল ঘোষণা করল উগান্ডাউগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমস কাইউটা, বিলাল হুসেন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়ান্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি। 

রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মুয়াবেজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত