প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটি পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের বাকি চার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
জুনে ২০ দলের যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল দিয়েছে ১২ দল। গত রাতে দল ঘোষণা করেছে উগান্ডাও। সেটিও অভিনব কায়দায়। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ভিডিও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে।
সেখানে দেখা যায়, উগান্ডার একজন কর্মজীবী নাগরিক দৈনন্দিন কাজের জন্য মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর তাঁকে কর্মজীবী সেসব লোক একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্ড দিচ্ছেন। সেই কার্ডের এক পিঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। অপর পিঠে উগান্ডার কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাঁর ছবি, নাম, জার্সি নম্বর।
কখনো মুদি দোকানে কখনো রাস্তার কোনো খাবারের দোকানে—এভাবেই সেই কর্মজীবী ব্যক্তি সারা দিনে জেনে জান উগান্ডার ১৫ সদস্যের বিশ্বকাপ দল। গত বছর আফ্রিকা বাছাইপর্বে যে ১৭ সদস্যের দল ছিল তাদের, সেখানে পাঁচ পরিবর্তন নিয়ে বিশ্বকাপ দল দিয়েছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন ব্রায়ান মাসাবা। তাঁর সহকারী রিয়াজাত আলী শাহ। দলে আছেন ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাও।
উগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমস কাইউটা, বিলাল হুসেন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়ান্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মুয়াবেজ।
প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটি পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের বাকি চার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
জুনে ২০ দলের যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল দিয়েছে ১২ দল। গত রাতে দল ঘোষণা করেছে উগান্ডাও। সেটিও অভিনব কায়দায়। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ভিডিও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে।
সেখানে দেখা যায়, উগান্ডার একজন কর্মজীবী নাগরিক দৈনন্দিন কাজের জন্য মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর তাঁকে কর্মজীবী সেসব লোক একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্ড দিচ্ছেন। সেই কার্ডের এক পিঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। অপর পিঠে উগান্ডার কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাঁর ছবি, নাম, জার্সি নম্বর।
কখনো মুদি দোকানে কখনো রাস্তার কোনো খাবারের দোকানে—এভাবেই সেই কর্মজীবী ব্যক্তি সারা দিনে জেনে জান উগান্ডার ১৫ সদস্যের বিশ্বকাপ দল। গত বছর আফ্রিকা বাছাইপর্বে যে ১৭ সদস্যের দল ছিল তাদের, সেখানে পাঁচ পরিবর্তন নিয়ে বিশ্বকাপ দল দিয়েছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন ব্রায়ান মাসাবা। তাঁর সহকারী রিয়াজাত আলী শাহ। দলে আছেন ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাও।
উগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমস কাইউটা, বিলাল হুসেন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়ান্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মুয়াবেজ।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে