বিরাট কোহলির সঙ্গে যেন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতেছেন বাবর আজম। কোনো না কোনো রেকর্ডে প্রায়ই কোহলিকে ছাড়িয়ে যাচ্ছেন বাবর। এবার এক রেকর্ডে ভারতীয় এই ব্যাটারের চেয়ে বেশ এগিয়ে গেছেন বাবর।
করাচিতে গতকাল পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। এই ম্যাচ ছিল বাবরের ১০০ তম ওয়ানডে। এই ম্যাচে ৫ বলে ১ রান করেন পাকিস্তান অধিনায়ক। ১০০ ওয়ানডে শেষে পাকিস্তানি এই ব্যাটারের রান ৫০৮৯, যা এই সংস্করণে ম্যাচের ‘সেঞ্চুরি’ পূর্ণ করা ব্যাটারদের মধ্যে শীর্ষে। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন হাশিম আমলা ও শিখর ধাওয়ান। ১০০ ওয়ানডে শেষে আমলা ও ধাওয়ান করেন ৪৮০৮ রান ও ৪৩০৯ রান। এই তালিকায় ৯ নম্বরে কোহলি। ওয়ানডেতে ১০০ ম্যাচ শেষে ভারতীয় এই ব্যাটারের রান ছিল ৪১০৭।
এর আগে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাবর। ১১৭ বলে ১০৭ রান করেন, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ১৮ তম সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড নিজের করে নেন। ৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক।
প্রথম ১০০ ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ব্যাটার:
বাবর আজম (পাকিস্তান) : ৫০৮৯ রান
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) : ৪৮০৮ রান
শিখর ধাওয়ান (ভারত) : ৪৩০৯ রান
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ৪২১৭ রান
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৯৩ রান
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৭৭ রান
জো রুট (ইংল্যান্ড) : ৪১৬৪ রান
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৪৬ রান
বিরাট কোহলি (ভারত) : ৪১০৭ রান
বিরাট কোহলির সঙ্গে যেন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতেছেন বাবর আজম। কোনো না কোনো রেকর্ডে প্রায়ই কোহলিকে ছাড়িয়ে যাচ্ছেন বাবর। এবার এক রেকর্ডে ভারতীয় এই ব্যাটারের চেয়ে বেশ এগিয়ে গেছেন বাবর।
করাচিতে গতকাল পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। এই ম্যাচ ছিল বাবরের ১০০ তম ওয়ানডে। এই ম্যাচে ৫ বলে ১ রান করেন পাকিস্তান অধিনায়ক। ১০০ ওয়ানডে শেষে পাকিস্তানি এই ব্যাটারের রান ৫০৮৯, যা এই সংস্করণে ম্যাচের ‘সেঞ্চুরি’ পূর্ণ করা ব্যাটারদের মধ্যে শীর্ষে। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন হাশিম আমলা ও শিখর ধাওয়ান। ১০০ ওয়ানডে শেষে আমলা ও ধাওয়ান করেন ৪৮০৮ রান ও ৪৩০৯ রান। এই তালিকায় ৯ নম্বরে কোহলি। ওয়ানডেতে ১০০ ম্যাচ শেষে ভারতীয় এই ব্যাটারের রান ছিল ৪১০৭।
এর আগে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাবর। ১১৭ বলে ১০৭ রান করেন, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ১৮ তম সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড নিজের করে নেন। ৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক।
প্রথম ১০০ ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ব্যাটার:
বাবর আজম (পাকিস্তান) : ৫০৮৯ রান
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) : ৪৮০৮ রান
শিখর ধাওয়ান (ভারত) : ৪৩০৯ রান
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ৪২১৭ রান
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৯৩ রান
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৭৭ রান
জো রুট (ইংল্যান্ড) : ৪১৬৪ রান
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৪৬ রান
বিরাট কোহলি (ভারত) : ৪১০৭ রান
এবারের আইপিএলটা রাজস্থান রয়্যালসের জন্য ভুলে যাওয়ার মতোই। দলটির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। সেটার রেশ কাটতে না কাটতে গত রাতে তারা পেয়েছে একাধিক দুঃসংবাদ। রাজস্থানের এক ক্রিকেটার টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেছেন। টুর্নামেন্টে তাদের পথচলাও শেষ হলো।
১৫ মিনিট আগেদরিভাল জুনিয়র বরখাস্ত হওয়াতে ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।
১ ঘণ্টা আগেম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম—ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি দলের অবস্থা আশানুরূপ নয়। পয়েন্ট টেবিলের তলানির দিকে চলে যাওয়ার মতো অবস্থা এই দুই দলের। অথচ প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যানচেস্টার, টটেনহাম এখন ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটতে চলেছে।
২ ঘণ্টা আগেগতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৪ ঘণ্টা আগে