ক্রীড়া ডেস্ক
শারজায় আজ শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রিশাদের। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ।
ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিনে সেক্ষেত্রে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। একাদশে জায়গা হয়নি জাকির হাসান ও জাকের আলী অনিকের। যেখানে জাকির তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। জাকের এখনো ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি।
আফগানিস্তান দলে অভিষিক্ত সেদিকউল্লাহর সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজল হক ফারুকি
শারজায় আজ শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রিশাদের। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ।
ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিনে সেক্ষেত্রে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। একাদশে জায়গা হয়নি জাকির হাসান ও জাকের আলী অনিকের। যেখানে জাকির তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। জাকের এখনো ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি।
আফগানিস্তান দলে অভিষিক্ত সেদিকউল্লাহর সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজল হক ফারুকি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৯ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে