Ajker Patrika

ভারত ম্যাচের আগে লিটনকে নিয়ে চিন্তা

নিজস্ব প্রতিবেদক, দুবাই থেকে 
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪০
ভারতের বিপক্ষে লিটনের খেলা নিয়ে দুশ্চিন্তা। ছবি: এসিসি
ভারতের বিপক্ষে লিটনের খেলা নিয়ে দুশ্চিন্তা। ছবি: এসিসি

দুবাইয়ের আইসিসির একাডেমি মাঠে পরশু অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাসি-রসিকতা করতে করতেই মাঠে এলেন লিটন দাস। দল ভালো খেলছে। তিনি নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। সেই লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কিছুটা চিন্তা।

ভারত ম্যাচের আগে তিন দিন বিরতি পেয়েছে বাংলাদেশ। লিটনরা অনুশীলন করেছেন এক দিন। গত পরশু ছিলেন বিশ্রামে। আজ ম্যাচের আগের দিনও বিশ্রাম। কাল অনুশীলনের শুরুতে ঠিকঠাকই ছিল লিটনের। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরের পাশের পেশিতে চোট পাওয়ার পর আর ব্যাটিং করেননি বাংলাদেশ দলের অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিক বলা হয়েছে, গুরুতর কিছু নয়।

আজ দলের যেহেতু অনুশীলন ছিল না। পুরোটা দিন বিশ্রামে কেটেছে লিটনেরও। কাল ম্যাচের আগে প্রায় সারাটা দিন থাকছে। তবে আজ দুবাইয়ে একটা এমআরআই করার কথা লিটনের। কাল রিপোর্ট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, লিটন স্বাভাবিক হাঁটাচলাই করছেন। কিছুটা চিন্তা থাকলেও ভারত-ম্যাচে অধিনায়ককে পাওয়ার আশা এখনই হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপে এখনো পর্যন্ত ৪ ম্যাচে ১১৯ রান করে শীর্ষ ছয় ব্যাটারদের একজন লিটন। সাফল্যের সঙ্গে রান তাড়া করতে হলে টস জিতে বোলিং নেওয়া শ্রেয় মনে করছে বেশির ভাগ দল। সে ক্ষেত্রে বাংলাদেশ অধিনায়ক লিটন যথেষ্ট সৌভাগ্যবান। ৩ ম্যাচে টস জিতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিটিই কাজে লেগেছে। বাংলাদেশ জিতেছে। বাংলাদেশের তিন জয়ের দুটিই রান তাড়া করে। একটা শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ও আরেকটা গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ইবির এক ছাত্রীর বিরুদ্ধে

এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের টানাটানি, শেষে ৩ জনই কারাগারে

মার্কা শাপলাই হতে হবে, না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস আলম

ইসির তালিকায় ‘শাপলা’ নেই, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে

এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না: তাসনিম জারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত