মাঠে কিংবা মাঠের বাইরে কোথাও স্বাচ্ছন্দ্যে নেই পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই বাদ পড়ার পর সমালোচনার তিরে ক্রমাগত বিদ্ধ হচ্ছেন তাঁরা। একটু ছুতো পেলেই বাবর আজম, হারিস রউফদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সমর্থকেরা।
এই যেমন এখন বাবরদের সমালোচনা হচ্ছে বিশ্বকাপের দেশে পরিবারকে নিয়ে যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ সফরে পাকিস্তান দলের কিছু ক্রিকেটার পরিবারকে সঙ্গে নিয়ে যায়। এতে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে বলে সমালোচনা করা হচ্ছে ক্রিকেটারদের। পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দলের ৩৪ জন ক্রিকেটার-কর্মী ছাড়াও ক্রিকেটারদের পরিবারের ২৬-২৮ জন সদস্যের অবস্থান ছিল টিম হোটেলেই। দলের ক্রিকেটাররা যে হোটেলে থাকতেন, সেখানে ৬০টি রুম ভাড়া করা হয়। ফলে হোটেলে বাইরের লোকদেরও যাতায়াত ছিল। ক্রিকেটাররা পরিবার নিয়ে নৈশভোজে কিংবা বাইরে ঘুরতে যাওয়াটাকে রীতিমতো নিয়ম বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ উঠেছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে।
পাকিস্তান সংবাদমাধ্যমের তথ্য, বাবর আজম, হারিস রউফ, শাদাব খান, ফখর জামানের ও মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটাররা সফরে পরিবারকে সঙ্গে নিয়ে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ক্রিকেটারদের এমন জমায়েতের সম্মতি দেওয়া উচিত নয় বলে মনে করেন অনেকেই। এই ‘অনেকের’ মধ্যে আছেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার আতিকুজ্জামান, ‘বিশ্বকাপে ক্রিকেটারদের খেলায় মনোযোগ রাখতে পরিবারদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া উচিত নয়। ক্রিকেটারদের সঙ্গে যখন পরিবার থাকে, তখন ক্রিকেট থেকে তাদের সময় এবং মনোযোগ সরে যায়।’
মাঠে কিংবা মাঠের বাইরে কোথাও স্বাচ্ছন্দ্যে নেই পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই বাদ পড়ার পর সমালোচনার তিরে ক্রমাগত বিদ্ধ হচ্ছেন তাঁরা। একটু ছুতো পেলেই বাবর আজম, হারিস রউফদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সমর্থকেরা।
এই যেমন এখন বাবরদের সমালোচনা হচ্ছে বিশ্বকাপের দেশে পরিবারকে নিয়ে যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ সফরে পাকিস্তান দলের কিছু ক্রিকেটার পরিবারকে সঙ্গে নিয়ে যায়। এতে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে বলে সমালোচনা করা হচ্ছে ক্রিকেটারদের। পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দলের ৩৪ জন ক্রিকেটার-কর্মী ছাড়াও ক্রিকেটারদের পরিবারের ২৬-২৮ জন সদস্যের অবস্থান ছিল টিম হোটেলেই। দলের ক্রিকেটাররা যে হোটেলে থাকতেন, সেখানে ৬০টি রুম ভাড়া করা হয়। ফলে হোটেলে বাইরের লোকদেরও যাতায়াত ছিল। ক্রিকেটাররা পরিবার নিয়ে নৈশভোজে কিংবা বাইরে ঘুরতে যাওয়াটাকে রীতিমতো নিয়ম বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ উঠেছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে।
পাকিস্তান সংবাদমাধ্যমের তথ্য, বাবর আজম, হারিস রউফ, শাদাব খান, ফখর জামানের ও মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটাররা সফরে পরিবারকে সঙ্গে নিয়ে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ক্রিকেটারদের এমন জমায়েতের সম্মতি দেওয়া উচিত নয় বলে মনে করেন অনেকেই। এই ‘অনেকের’ মধ্যে আছেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার আতিকুজ্জামান, ‘বিশ্বকাপে ক্রিকেটারদের খেলায় মনোযোগ রাখতে পরিবারদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া উচিত নয়। ক্রিকেটারদের সঙ্গে যখন পরিবার থাকে, তখন ক্রিকেট থেকে তাদের সময় এবং মনোযোগ সরে যায়।’
নতুন মৌসুম সামনে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৩ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে