Ajker Patrika

পাকিস্তান ক্রিকেটে ফের ঘোর অমানিশা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৬
পাকিস্তান ক্রিকেটে ফের ঘোর অমানিশা

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিল পাকিস্তান। গত দুই বছরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মতো টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে যাওয়ায় ১৮ বছর পর সেখানে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। 

গতকাল দুই দলের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। তবে নিউজিল্যান্ড সরকারের এক নির্দেশেই ভেস্তে গেছে সব। নিরাপত্তা শঙ্কায় ম্যাচ শুরুর মিনিট দশেক আগে সফর স্থগিত করেছে কিউইরা। এরই মধ্যে টম ল্যাথামের দলকে দেশে ফিরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে নিউজিল্যান্ড সরকার। গতকাল শুক্রবার বিকেলে দেওয়া বিবৃতিতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। 

এর মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেট ফের সাক্ষী হলো গ্লানিমাখা দিনের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটি সফলভাবে আয়োজন করতে পারলে আগামী অক্টোবরে ‘প্রথম বড় দল’ হিসেবে নির্দ্বিধায় পাকিস্তান সফর করত ইংল্যান্ড। কিন্তু এ ঘটনার পর ইংলিশরাও পড়ে গেছে সংশয়ে। 

রাওয়ালপিন্ডিতে গতকাল প্রথম ওয়ানডে শুরুর ১০ মিনিট আগে দুই দল ও ম্যাচ অফিশিয়ালরা হোটেল থেকে যাওয়ায় শঙ্কা তৈরি হয়। একটু পর সে শঙ্কাই সত্যি হয়। নিরাপত্তা শঙ্কায় আর খেলতে রাজি নয় সফরকারীরা। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধেও মাঠে আসেনি টম ল্যাথামের দল। 

পিসিবি এক বিবৃতিতে লিখেছে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সকালে আমাদের জানিয়েছে, তাদের কাছে নিরাপত্তা নিয়ে আশঙ্কাজনক খবর রয়েছে। যে কারণে তারা ঝুঁকি নিতে একেবারেই রাজি নয়। প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোন কলে আশ্বস্ত করে বলেছেন, আমাদের গোয়েন্দা ব্যবস্থা বিশ্ব মানের।’ 

তবে এসব কথাতে আশ্বস্ত হতে পারেননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আচমকা সফর বাতিল করায় দুঃখ প্রকাশ করেছেন এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। বলেছেন, ‘আমাদের যে পরামর্শ দেওয়া হয়েছে, তাতে সফর চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। জানি, এটা পিসিবির জন্য আঘাত। তারা দারুণ আতিথেয়তা দিয়েছে আমাদের। তবে সবার ওপরে খেলোয়াড়দের নিরাপত্তা।’ 

কিউইদের সফর বাতিলের ঘটনায় খেপেছেন পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই নিউজিল্যান্ড সফর বাতিল করেছে দাবি সাবেক এই পাকিস্তান অধিনায়কের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘নিরাপত্তা হুমকির ব্যাপারে একপক্ষীয় সিদ্ধান্ত নিয়ে এভাবে সফর থেকে সরে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন (হুমকির ব্যাপারে পাকিস্তানকে) কোনো কিছু না জানিয়েই তা করা হলো।’ 

নিউজিল্যান্ডের এমন আচরণ মেনে নিতে পারছেন না সদ্যই পিসিবি প্রধানের চেয়ারে বসা রমিজ। কিউইদের আইসিসিতে তোলার হুমকিও দিয়েছেন তিনি। বলেছেন, নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে? আইসিসির দরবারে নিউজিল্যান্ড আমাদের জবাব পাবে।’ 

সফর বাতিলের ঘটনায় দারুণ হতাশ পাকিস্তান ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা ব্যক্ত করেছেন বাবর আজম-মোহাম্মদ হাফিজরা। অধিনায়ক বাবর লিখেছেন, ‘এমনভাবে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায় অনেক বেশি হতাশ। সিরিজটি পাকিস্তান ক্রিকেটের লাখো সমর্থকের মুখে হাসি ফোটাতে পারত। আমাদের নিরাপত্তা এজেন্সির সামর্থ্য ও সক্ষমতায় আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাদের গর্ব। সব সময় তা-ই থাকবে।’ 

পাকিস্তান দলে এখন আর নিয়মিত মুখ নন ওয়াহাব রিয়াজ। বিশ্বকাপ দলেও নেই। তবুও ওয়াহাবের কথা হৃদয় ছুঁয়ে যাবে পাকিস্তান সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ বছর বয়সী বাঁহাতি পেসার লিখেছেন, ‘এখন আমি অনুভূতিশূন্য। পুরোপুরি হতাশ। গত কয়েক বছর ধরেই আমরা প্রমাণ করে এসেছি, পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ। শুরু হওয়ার আগেই সফরটা এভাবে শেষ হয়ে যাওয়া দুঃখজনক।’ 

সফর বাতিলের ঘটনায় পিসিবির কর্মকর্তা-ক্রিকেটার-সমর্থক সবাই আজ একবিন্দুতে মিলিত হয়েছেন। তবুও এক আচমকা ঝড়ে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরার পথে যে ধাক্কা খেল, সেই অমানিশা কী সহজে কাটিয়ে উঠতে পারবে পাকিস্তান! প্রশ্নটা ক্রিকেট বিশ্লেষক থেকে ক্রিকেটানুরাগী সবার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত