Ajker Patrika

বিনা পয়সায়ও দেখা যাবে জ্যোতিদের বিশ্বকাপ ম্যাচ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২: ১৮
বিনা পয়সায়ও দেখা যাবে জ্যোতিদের বিশ্বকাপ ম্যাচ

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টিকিটের দাম এরই মধ্যে ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্টটি বিনা পয়সায় দেখারও ব্যবস্থা রয়েছে।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন দাম ৫ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬২ টাকা। এমনকি যাদের বয়স ১৮ বছরের কম, তারা বিনা পয়সায় মাঠে বসে খেলা দেখতে পারবেন।  তবে সর্বোচ্চ দাম কত সেটা আইসিসি বলেনি। অভিভাবক সংস্থার প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস টিকিটের দাম ঘোষণার সময় বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে মজার ব্যাপার হলো তাদের বৈচিত্র্য। এখানে পুরো বিশ্বই প্রতিনিধিত্ব করে। ১০ দলের বিশ্বকাপ আয়োজনের জন্য দারুণ হবে। ক্রিকেট প্রেমী ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলাটা উপভোগ করতে পারবেন ক্রিকেটাররাও।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে টুর্নামেন্টটি আইসিসি বাংলাদেশ থেকে সরিয়ে আগস্টের শুরুতে আমিরাতে নিয়ে যায়।  আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে বলে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক সদস্য জাইব আব্বাস জানিয়েছেন। জাইব বলেন,‘টুর্নামেন্টে বিশ্বের সেরা নারী ক্রিকেটারদের দেখা যাবে। যারা টি-টোয়েন্টি সংস্করণের সর্বোচ্চ পুরস্কারের জন্য লড়বেন। দুবাই ও শারজায় হতে যাওয়া টুর্নামেন্টটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমরা আশা করছি।ইসিবি সকল অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। যার মধ্যে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো ও ভক্ত-সমর্থকেরা যেন মনে রাখার মতো সময় আমিরাতে কাটাতে পারেন, সেই চেষ্টা করছি।’

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার অংশ নিয়েছিল ১৬ দল। তিন বছর পর এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০ দল।  ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে  ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত