Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিও খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন অ্যানরিখ নরকিয়া। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন অ্যানরিখ নরকিয়া। ছবি: ক্রিকইনফো

আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।

পিঠের চোটে পড়ায় মূলত চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নরকিয়া ছিটকে গেছেন বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিএসএ বলেছে, ‘চোটের অবস্থা কী, সেটা জানতে সোমবার বিকেলে স্ক্যান করা হয়েছিল। স্ক্যানে জানা যায়, চ্যাম্পিয়নস ট্রফির আগে নির্ধারিত সময়ের মধ্যে তাঁর (নরকিয়া) সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।’ ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা শুরু করবে টুর্নামেন্ট। ২১ ফেব্রুয়ারি করাচিতে হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

২০১৯, ২০২৩—দুই ওয়ানডে বিশ্বকাপের দলেই ছিলেন তিনি। তবে ২০১৯ সালে আঙুলের চোটে ছিটকে পড়েছিলেন। পিঠের চোটে পড়ায় ২০২৩ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ছিটকে যাওয়ার আগে সেই বছরের সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে। নরকীয়ার জন্য পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিটা হতো ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আইসিসির মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি সবশেষ আয়োজিত হয়েছে ২০১৭ সালে। প্রোটিয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৯ সালে।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ নরকিয়া খেলেছেন গত বছরের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেখানে ভারতের কাছে ৭ রানে হেরে শিরোপাভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল প্রোটিয়াদের। আর চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাশাপাশি এসএ টোয়েন্টিও শেষ তাঁর। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে অবশ্য একটা ম্যাচও তিনি মাঠে নামতে পারেননি। ৭ পয়েন্ট নিয়ে প্রিটোরিয়া এসএ টোয়েন্টির পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে। একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে দলটি। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত