Ajker Patrika

ডাবল সেঞ্চুরিয়ান গিল হলেন আইসিসির মাসসেরা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ২১
ডাবল সেঞ্চুরিয়ান গিল হলেন আইসিসির মাসসেরা

রানের বন্যা বইয়ে দিয়ে ২০২৩-এর শুরুটা করেছেন শুভমান গিল। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিও রয়েছে। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও গিল পেয়েছেন হাতেনাতে। আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হলেন ভারতীয় এই ওপেনার।

জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে শুধু সাদা বলের ক্রিকেটই খেলেছেন গিল। ৬ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলেছেন। ১১ ম্যাচে ৬৪.৩০ গড়ে করেছেন ৬৪৩ রান। যার মধ্যে ওয়ানডেতে ৫৬৭ রান ও টি-টোয়েন্টিতে করেছেন ৭৬ রান। যেখানে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৬০ রান করে হয়েছেন সিরিজসেরা। ৩৬০ রান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাবর আজমের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রানস্কোরার হলেন গিল। জানুয়ারি মাসে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছিলেন ভারতীয় এউ ওপেনার। 

গিলের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সিরাজ ও ডেভন কনওয়ে। সিরাজ ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জানুয়ারির সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। কনওয়ে ৯ ম্যাচে ৪৯.৩০ গড়ে করেছেন ৪৯৩ রান, যার মধ্যে ছিল ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত