ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। এই দুই সংস্করণে বাংলাদেশের কমজোরি অবশ্য নতুন কিছু নয়। সেসব ভুলে পছন্দের সংস্করণ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
গায়ানায় আজ শুরু হতে চলা ওয়ানডে সিরিজে নিজেদের সেরাটা উপহার দিতে চান তামিম ইকবাল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তবে টানা বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় প্রস্তুতির ঘাটতি দেখছেন তিনি।
তামিম বলেছেন, ‘ওয়ানডে সংস্করণে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই সেরাটা দিতে উন্মুখ থাকে। টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলিনি। ওয়ানডেতে ভালো করতে চাই। আলাদাভাবে সবাইকে অনুপ্রাণিত করার কিছু নেই। সবাই দেশের জন্য খেলছে।’
বাংলাদেশে আজ ঈদুল আজহা পালন করা হলেও গায়ানায় হয়েছে গতকাল। ঈদের নামাজ শেষে বাংলাদেশ দল অনুশীলনে নামলেও বৃষ্টির কারণে একটু পরেই ড্রেসিং রুমে ফিরে আসতে হয়। এ নিয়ে হতাশ তামিম, ‘প্রস্তুতি নিয়ে আসলে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। ৭-৮ দিন হয়ে গেছে, এখনো ব্যাট করতে পারিনি। আজ (কাল) একটু সুযোগ ছিল, কিন্তু ২ বল খেলার পর বৃষ্টি এসেছে। প্রকৃতির ওপর আমাদের হাত নেই। এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। অনুশীলন সেশনগুলো আগেই ঠিক করা ছিল। দুর্ভাগ্যবশত (বিরূপ) আবহাওয়ার কারণে সম্ভব হয়নি।’
আজ প্রথম ওয়ানডে শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। একই মাঠে একই সময় শেষ দুই ম্যাচ বুধ ও শনিবার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। এই দুই সংস্করণে বাংলাদেশের কমজোরি অবশ্য নতুন কিছু নয়। সেসব ভুলে পছন্দের সংস্করণ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
গায়ানায় আজ শুরু হতে চলা ওয়ানডে সিরিজে নিজেদের সেরাটা উপহার দিতে চান তামিম ইকবাল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তবে টানা বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় প্রস্তুতির ঘাটতি দেখছেন তিনি।
তামিম বলেছেন, ‘ওয়ানডে সংস্করণে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই সেরাটা দিতে উন্মুখ থাকে। টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলিনি। ওয়ানডেতে ভালো করতে চাই। আলাদাভাবে সবাইকে অনুপ্রাণিত করার কিছু নেই। সবাই দেশের জন্য খেলছে।’
বাংলাদেশে আজ ঈদুল আজহা পালন করা হলেও গায়ানায় হয়েছে গতকাল। ঈদের নামাজ শেষে বাংলাদেশ দল অনুশীলনে নামলেও বৃষ্টির কারণে একটু পরেই ড্রেসিং রুমে ফিরে আসতে হয়। এ নিয়ে হতাশ তামিম, ‘প্রস্তুতি নিয়ে আসলে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। ৭-৮ দিন হয়ে গেছে, এখনো ব্যাট করতে পারিনি। আজ (কাল) একটু সুযোগ ছিল, কিন্তু ২ বল খেলার পর বৃষ্টি এসেছে। প্রকৃতির ওপর আমাদের হাত নেই। এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। অনুশীলন সেশনগুলো আগেই ঠিক করা ছিল। দুর্ভাগ্যবশত (বিরূপ) আবহাওয়ার কারণে সম্ভব হয়নি।’
আজ প্রথম ওয়ানডে শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। একই মাঠে একই সময় শেষ দুই ম্যাচ বুধ ও শনিবার।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে