Ajker Patrika

পরিবর্তিত ভেন্যুতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ 

পরিবর্তিত ভেন্যুতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ 

রাজনৈতিক অস্থিরতায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। আইসিসি সেটি সরিয়ে নিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে। গতকাল এই বিশ্বকাপের নবম সংস্করণের পরিবর্তিত সূচিও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 

গ্রুপ পর্ব থাকছে আগের সূচি অনুযায়ী। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। তাদের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় ৩ অক্টোবর বিকেল ৪টায় শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানা জ্যোতিরা। 

মোট ২৩ ম্যাচের মেয়েদের বিশ্বকাপের ভেন্যু শুধু দুটি—দুবাই ও শারজা। ১৭ অক্টোবর দুবাই ও ১৮ অক্টোবর শারজায় হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ২০ অক্টোবর রাত ৮টায় দুবাইয়ে হবে ফাইনাল। তার আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল। 

ঘরের মাটিতে আয়োজন করতে না পারলেও এই বিশ্বকাপের আয়োজক সত্ত্ব থাকছে বাংলাদেশের হাতে। 

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নতুন সূচি
তারিখ               প্রতিপক্ষ           মাঠ            বাংলাদেশ সময়
৩ অক্টোবর         স্কটল্যান্ড         শারজা           বিকেল ৪টা
৫ অক্টোবর         ইংল্যান্ড          শারজা            বিকেল ৪টা
১০ অক্টোবর       ও. ইন্ডিজ        শারজা            রাত ৮টা
১২ অক্টোবর       দ. আফ্রিকা      দুবাই              রাত ৮টা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত