নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে তো বটেই, এখন সাকিব আল হাসানকে আদর্শ মানেন দেশের বাইরের অনেকেই। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আদর্শ মানেন তাঁর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিনও। সাকিবের প্রতি ভালো লাগাটা এমনই, অনূর্ধ্ব–১৯ পর্যায় পর্যন্ত গায়ে চড়াতেন বিখ্যাত হয়ে যাওয়া ৭৫ নম্বর জার্সি। সেই সাকিবের উপহার হিসেবে দেওয়া দুটি ব্যাট দিয়ে জিম্বাবুয়েতে ব্যাটিং করা হচ্ছে না এই অলরাউন্ডারের।
জিম্বাবুয়ে সফরের আগে সাকিবের কাছ থেকে পাওয়া নিজের প্রিয় ব্যাট দুটি সংস্কারের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু তাঁর কাছে যখন ব্যাট দুটি ফেরত আসে, দেখেন দুটি ব্যাটই ভাঙা! ১ জুলাই ফেসবুকে সেই ভাঙা ব্যাটের ছবি দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন।
সেদিন সাইফউদ্দিন ফেসবুকে লিখেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাটের অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
সাইফউদ্দিনের এমন অভিযোগের পর ফেসবুকে অনেকেই এস এ পরিবহনের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা করেন। এরপর নড়েচড়ে বসে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিও।
যেহেতু জিম্বাবুয়ে সফরে যাওয়ার সময় হয়ে আসছে, ব্যাটের সংকট কিংবা গুরুতর সমস্যায় পড়ে যাননি তো সাইফউদ্দিন? কাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘ওরা (এস এ পরিবহন) ক্ষতিপূরণ দিয়েছে।’ এস এ পরিবহন ক্ষতিপূরণ দিলেও সাইফউদ্দিনের মনটা সহজেই ভালো হচ্ছে না। মোবাইল ফোনে আফসোসভরা কণ্ঠে বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডার তাই বলছিলেন, ‘কী আর করা! সাকিব ভাইয়ের দেওয়া ব্যাট দুটো দিয়ে আর জিম্বাবুয়ে সফরে ব্যাটিং করা হবে না। এখন যেগুলো আছে, সেগুলো নিয়ে সফরটা সারতে হবে।’
'প্রিয়' ব্যাট না হলেই যে ম্যাচে ব্যাট কথা বলবে না, তা তো নয়! তবে সবার মতো খেলোয়াড়দেরও কিছু সংস্কার থাকে। থাকে একান্ত কিছু স্বচ্ছন্দের বিষয়ও। সাইফউদ্দিনের হয়তো খারাপ লাগছে এসব কারণেই।
দেশে তো বটেই, এখন সাকিব আল হাসানকে আদর্শ মানেন দেশের বাইরের অনেকেই। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আদর্শ মানেন তাঁর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিনও। সাকিবের প্রতি ভালো লাগাটা এমনই, অনূর্ধ্ব–১৯ পর্যায় পর্যন্ত গায়ে চড়াতেন বিখ্যাত হয়ে যাওয়া ৭৫ নম্বর জার্সি। সেই সাকিবের উপহার হিসেবে দেওয়া দুটি ব্যাট দিয়ে জিম্বাবুয়েতে ব্যাটিং করা হচ্ছে না এই অলরাউন্ডারের।
জিম্বাবুয়ে সফরের আগে সাকিবের কাছ থেকে পাওয়া নিজের প্রিয় ব্যাট দুটি সংস্কারের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু তাঁর কাছে যখন ব্যাট দুটি ফেরত আসে, দেখেন দুটি ব্যাটই ভাঙা! ১ জুলাই ফেসবুকে সেই ভাঙা ব্যাটের ছবি দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন।
সেদিন সাইফউদ্দিন ফেসবুকে লিখেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাটের অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
সাইফউদ্দিনের এমন অভিযোগের পর ফেসবুকে অনেকেই এস এ পরিবহনের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা করেন। এরপর নড়েচড়ে বসে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিও।
যেহেতু জিম্বাবুয়ে সফরে যাওয়ার সময় হয়ে আসছে, ব্যাটের সংকট কিংবা গুরুতর সমস্যায় পড়ে যাননি তো সাইফউদ্দিন? কাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘ওরা (এস এ পরিবহন) ক্ষতিপূরণ দিয়েছে।’ এস এ পরিবহন ক্ষতিপূরণ দিলেও সাইফউদ্দিনের মনটা সহজেই ভালো হচ্ছে না। মোবাইল ফোনে আফসোসভরা কণ্ঠে বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডার তাই বলছিলেন, ‘কী আর করা! সাকিব ভাইয়ের দেওয়া ব্যাট দুটো দিয়ে আর জিম্বাবুয়ে সফরে ব্যাটিং করা হবে না। এখন যেগুলো আছে, সেগুলো নিয়ে সফরটা সারতে হবে।’
'প্রিয়' ব্যাট না হলেই যে ম্যাচে ব্যাট কথা বলবে না, তা তো নয়! তবে সবার মতো খেলোয়াড়দেরও কিছু সংস্কার থাকে। থাকে একান্ত কিছু স্বচ্ছন্দের বিষয়ও। সাইফউদ্দিনের হয়তো খারাপ লাগছে এসব কারণেই।
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে