ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। যেটা ভালো লাগেনি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের। তাই এমন কিছুর পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট দলকে শাস্তির পরামর্শ দিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচে হাত না মেলানো ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করেছিল পাকিস্তান। অন্যথায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও পাকিস্তানের দাবি রাখেনি আইসিসি। এ জন্য শেষ পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেললেও সংবাদ সম্মেলনে হাজির হননি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটির আগে গতকাল রাতে সংবাদ সম্মেলন করার কথা ছিল তাদের। এ দিনও সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন না করার কারণ জানায়নি সাবেক চ্যাম্পিয়নরা। আরও একবার সংবাদ সম্মেলন বাতিল করায় পাকিস্তানের সমালোচনা করেছেন গাভাস্কার।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, ‘আমি জানি না পাকিস্তানের সংবাদ সম্মেলন বাতিলের পেছনের কারণ কী। তবে যত দূর জানি, সংবাদ সম্মেলন বাধ্যতামূলক। যদি দলগুলো তা না করে, তাহলে আমি নিশ্চিত নই যে শাস্তি কী হবে। বর্তমান বিশ্বে মিডিয়ার জড়িত থাকা এবং অবগত থাকা গুরুত্বপূর্ণ। মিডিয়ার সঙ্গে খোলা যোগাযোগ বজায় রাখা অপরিহার্য। সূত্র বা অনুমানের ওপর নির্ভর করার পরিবর্তে দলগুলোর উচিত সরাসরি তাদের দৃষ্টিভঙ্গি জানানো। সেটাই ভালো হবে। সম্ভবত পাকিস্তান মনে করে যে তাদের ভাগ করে নেওয়ার মতো কিছুই নেই। তাদের এই মনোভাব আমাকে অবাক করে না।’
সংবাদ সম্মেলন বাতিল করলে কোন ধরনের শাস্তি হওয়া উচিত, সেটাও জানিয়ে দিয়েছেন গাভাস্কার, যদি নিয়ম বইতে এমন কিছু থাকে যে সংবাদ সম্মেলনে যোগদান বাধ্যতামূলক, তাহলে সম্ভবত ভবিষ্যতে কোনো দল তা মেনে চলতে ব্যর্থ হলে একটি পয়েন্ট কাটা যেতে পারে। এটি একটি কার্যকর উপায় হতে পারে।
এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। যেটা ভালো লাগেনি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের। তাই এমন কিছুর পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট দলকে শাস্তির পরামর্শ দিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচে হাত না মেলানো ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করেছিল পাকিস্তান। অন্যথায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও পাকিস্তানের দাবি রাখেনি আইসিসি। এ জন্য শেষ পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেললেও সংবাদ সম্মেলনে হাজির হননি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটির আগে গতকাল রাতে সংবাদ সম্মেলন করার কথা ছিল তাদের। এ দিনও সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন না করার কারণ জানায়নি সাবেক চ্যাম্পিয়নরা। আরও একবার সংবাদ সম্মেলন বাতিল করায় পাকিস্তানের সমালোচনা করেছেন গাভাস্কার।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, ‘আমি জানি না পাকিস্তানের সংবাদ সম্মেলন বাতিলের পেছনের কারণ কী। তবে যত দূর জানি, সংবাদ সম্মেলন বাধ্যতামূলক। যদি দলগুলো তা না করে, তাহলে আমি নিশ্চিত নই যে শাস্তি কী হবে। বর্তমান বিশ্বে মিডিয়ার জড়িত থাকা এবং অবগত থাকা গুরুত্বপূর্ণ। মিডিয়ার সঙ্গে খোলা যোগাযোগ বজায় রাখা অপরিহার্য। সূত্র বা অনুমানের ওপর নির্ভর করার পরিবর্তে দলগুলোর উচিত সরাসরি তাদের দৃষ্টিভঙ্গি জানানো। সেটাই ভালো হবে। সম্ভবত পাকিস্তান মনে করে যে তাদের ভাগ করে নেওয়ার মতো কিছুই নেই। তাদের এই মনোভাব আমাকে অবাক করে না।’
সংবাদ সম্মেলন বাতিল করলে কোন ধরনের শাস্তি হওয়া উচিত, সেটাও জানিয়ে দিয়েছেন গাভাস্কার, যদি নিয়ম বইতে এমন কিছু থাকে যে সংবাদ সম্মেলনে যোগদান বাধ্যতামূলক, তাহলে সম্ভবত ভবিষ্যতে কোনো দল তা মেনে চলতে ব্যর্থ হলে একটি পয়েন্ট কাটা যেতে পারে। এটি একটি কার্যকর উপায় হতে পারে।
নির্বাচনী ডামাডোলে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। ৬ অক্টোবর ভোটের উৎসবে মেতে উঠবে ক্রিকেটাঙ্গন। সেদিন রাত ৯টার দিকে জানা যাবে নতুন সভাপতির নাম।
১৬ মিনিট আগেইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে চেলসিকে ২–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ের দিনে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো। বাজে সময়ে প্রধান কোচ রুবেন আমোরিমকে পাশে পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে এবার দারুণ ছন্দে আছে বাংলাদেশ। টুর্নামেন্টে চার ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ, পাকিস্তান দুই দল সুপার ফোরে উঠেছে ঠিকই। তবে টুর্নামেন্ট থেকে বাদ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল পাকিস্তানের।
১ ঘণ্টা আগেপরিসংখ্যানই বলে দিচ্ছে, ২০২৫ এশিয়া কাপে কী দারুণ খেলছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। নিয়মিত যেমন রান করছেন, তেমনি ম্যাচ উপযোগী কিছু সিদ্ধান্তও নিচ্ছেন। ছন্দে থাকা এই তারকা ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়।
২ ঘণ্টা আগে