Ajker Patrika

লাল কার্ড দেখা কাসেমিরোর পাশে ইউনাইটেড কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৬
গোলের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান মিডফল্ডার। ছবি: সংগৃহীত
গোলের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান মিডফল্ডার। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে চেলসিকে ২–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ের দিনে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো। বাজে সময়ে প্রধান কোচ রুবেন আমোরিমকে পাশে পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

লাল কার্ড দেখলেও এই জয়ে দারুণ অবদান রেখেছেন কাসেমিরো। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১৭ তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। হ্যারি মাগুইরের কাছ থেকে বল পেয়ে হেডে জালে জড়ান এই মিডফিল্ডার। ভিলেন বনে যেতেও বেশি সময় নেননি তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে বেপরোয়া চ্যালেঞ্জের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কাসেমিরো। চেলসির ব্রাজিলিয়ান তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের দুই কাঁধে টেনে ধরেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এর আগে ম্যাচের ১৭ তম মিনিটে চেলসির আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন কাসেমিরো।

কাসেমিরো দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চেলসির পর ইউনাইটেডও ১০ জনের দলে পরিণত হয়। পঞ্চম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির রবার্ট সানচেজ। তাদের হয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ব্যবধান কমান ট্রেভর চালোবা। দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড়দের চাপে রাখলেও আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি।

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে আমোরিম বলেন, ‘কাসেমিরোর অনুভূতি আমার চেয়েও খারাপ। আমরা ম্যাচ জিতেছি। তাই আমি হয়তো কিছুটা ভুলে যাব। তবে সে কষ্ট পাবে। কারণ সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। কী করেছে সেটা সে বুঝতে পারে। সে যথেষ্ট অভিজ্ঞ। মাঠে খুব বেশি চিন্তা করে খেলে।’

চাপের কারণে কাসেমিরো সান্তোসকে ওইভাবে চ্যালেঞ্জ জানিয়েছে কিনা এই প্রশ্নের জবাবে আমোরিম বলেন, ‘এটা বলা কঠিন। ক্যাসেমিরোর জন্য এটাই চাপ। ওর পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। মাঝে মাঝে কিছু তরুণ ছেলের উপর বেশি চাপ হয় বলে আমি মনে করি। এটা হতে পারে যে কাসেমিরো চিন্তা করেছে–আমরা একটা গোল করেছি। তারপর সে ট্যাকল করেছে। প্রতিপক্ষ দল মাঠের অর্ধেক পার করে এসেছে। তখন মনে হয় যে আমরা বল জিততে চাই। ওরা ওই মুহূর্তে এটা খুব বেশি চায়। এটা খারাপ কিছু নয়।’ চাপ বলা যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফুটবলাররা পানি না গিলে কুলি করেন কেন

দেড় দশকে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্তের নির্দেশ

চট্টগ্রামে সিকদার বাড়িতে অভিযান, সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে জেগেছে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত