ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে চেলসিকে ২–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ের দিনে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো। বাজে সময়ে প্রধান কোচ রুবেন আমোরিমকে পাশে পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
লাল কার্ড দেখলেও এই জয়ে দারুণ অবদান রেখেছেন কাসেমিরো। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১৭ তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। হ্যারি মাগুইরের কাছ থেকে বল পেয়ে হেডে জালে জড়ান এই মিডফিল্ডার। ভিলেন বনে যেতেও বেশি সময় নেননি তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে বেপরোয়া চ্যালেঞ্জের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কাসেমিরো। চেলসির ব্রাজিলিয়ান তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের দুই কাঁধে টেনে ধরেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এর আগে ম্যাচের ১৭ তম মিনিটে চেলসির আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন কাসেমিরো।
কাসেমিরো দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চেলসির পর ইউনাইটেডও ১০ জনের দলে পরিণত হয়। পঞ্চম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির রবার্ট সানচেজ। তাদের হয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ব্যবধান কমান ট্রেভর চালোবা। দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড়দের চাপে রাখলেও আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে আমোরিম বলেন, ‘কাসেমিরোর অনুভূতি আমার চেয়েও খারাপ। আমরা ম্যাচ জিতেছি। তাই আমি হয়তো কিছুটা ভুলে যাব। তবে সে কষ্ট পাবে। কারণ সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। কী করেছে সেটা সে বুঝতে পারে। সে যথেষ্ট অভিজ্ঞ। মাঠে খুব বেশি চিন্তা করে খেলে।’
চাপের কারণে কাসেমিরো সান্তোসকে ওইভাবে চ্যালেঞ্জ জানিয়েছে কিনা এই প্রশ্নের জবাবে আমোরিম বলেন, ‘এটা বলা কঠিন। ক্যাসেমিরোর জন্য এটাই চাপ। ওর পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। মাঝে মাঝে কিছু তরুণ ছেলের উপর বেশি চাপ হয় বলে আমি মনে করি। এটা হতে পারে যে কাসেমিরো চিন্তা করেছে–আমরা একটা গোল করেছি। তারপর সে ট্যাকল করেছে। প্রতিপক্ষ দল মাঠের অর্ধেক পার করে এসেছে। তখন মনে হয় যে আমরা বল জিততে চাই। ওরা ওই মুহূর্তে এটা খুব বেশি চায়। এটা খারাপ কিছু নয়।’ চাপ বলা যাবে না।’
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে চেলসিকে ২–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ের দিনে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো। বাজে সময়ে প্রধান কোচ রুবেন আমোরিমকে পাশে পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
লাল কার্ড দেখলেও এই জয়ে দারুণ অবদান রেখেছেন কাসেমিরো। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১৭ তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। হ্যারি মাগুইরের কাছ থেকে বল পেয়ে হেডে জালে জড়ান এই মিডফিল্ডার। ভিলেন বনে যেতেও বেশি সময় নেননি তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে বেপরোয়া চ্যালেঞ্জের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কাসেমিরো। চেলসির ব্রাজিলিয়ান তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের দুই কাঁধে টেনে ধরেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এর আগে ম্যাচের ১৭ তম মিনিটে চেলসির আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন কাসেমিরো।
কাসেমিরো দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চেলসির পর ইউনাইটেডও ১০ জনের দলে পরিণত হয়। পঞ্চম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির রবার্ট সানচেজ। তাদের হয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ব্যবধান কমান ট্রেভর চালোবা। দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড়দের চাপে রাখলেও আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে আমোরিম বলেন, ‘কাসেমিরোর অনুভূতি আমার চেয়েও খারাপ। আমরা ম্যাচ জিতেছি। তাই আমি হয়তো কিছুটা ভুলে যাব। তবে সে কষ্ট পাবে। কারণ সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। কী করেছে সেটা সে বুঝতে পারে। সে যথেষ্ট অভিজ্ঞ। মাঠে খুব বেশি চিন্তা করে খেলে।’
চাপের কারণে কাসেমিরো সান্তোসকে ওইভাবে চ্যালেঞ্জ জানিয়েছে কিনা এই প্রশ্নের জবাবে আমোরিম বলেন, ‘এটা বলা কঠিন। ক্যাসেমিরোর জন্য এটাই চাপ। ওর পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। মাঝে মাঝে কিছু তরুণ ছেলের উপর বেশি চাপ হয় বলে আমি মনে করি। এটা হতে পারে যে কাসেমিরো চিন্তা করেছে–আমরা একটা গোল করেছি। তারপর সে ট্যাকল করেছে। প্রতিপক্ষ দল মাঠের অর্ধেক পার করে এসেছে। তখন মনে হয় যে আমরা বল জিততে চাই। ওরা ওই মুহূর্তে এটা খুব বেশি চায়। এটা খারাপ কিছু নয়।’ চাপ বলা যাবে না।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন জমার শেষ সময় আগামীকাল। তবে এই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই একটা অস্থিরতা তৈরি হয়েছে জেলা–বিভাগীয় এবং ঢাকা মেট্রোপলিটনসের ক্লাব সংগঠকদের মধ্যে। এ অবস্থায় আজ বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বর্তমান সরকার ও বিসিবি সভাপতির বিরুদ্ধে পক্ষপাতমূলক
৪৩ মিনিট আগেনির্বাচনী ডামাডোলে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। ৬ অক্টোবর ভোটের উৎসবে মেতে উঠবে ক্রিকেটাঙ্গন। সেদিন রাত ৯টার দিকে জানা যাবে নতুন সভাপতির নাম।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে এবার দারুণ ছন্দে আছে বাংলাদেশ। টুর্নামেন্টে চার ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ, পাকিস্তান দুই দল সুপার ফোরে উঠেছে ঠিকই। তবে টুর্নামেন্ট থেকে বাদ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল পাকিস্তানের।
৩ ঘণ্টা আগেপরিসংখ্যানই বলে দিচ্ছে, ২০২৫ এশিয়া কাপে কী দারুণ খেলছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। নিয়মিত যেমন রান করছেন, তেমনি ম্যাচ উপযোগী কিছু সিদ্ধান্তও নিচ্ছেন। ছন্দে থাকা এই তারকা ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়।
৩ ঘণ্টা আগে