Ajker Patrika

আইসিইউ থেকে ফিরে কেয়ার্নস এখন ভালো আছেন

আইসিইউ থেকে ফিরে কেয়ার্নস এখন ভালো আছেন

সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত কেয়ার্নস সিডনির একটি হাসপাতালে দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী অ্যারন লয়েড।

এক বিবৃতিতে লয়েড জানিয়েছেন, কেয়ার্নস এখন শঙ্কামুক্ত। তিনি বলেছেন, ‘আমি খুবই স্বস্তির সঙ্গে জানাচ্ছি, ক্রিস এখন আর লাইফ সাপোর্টে নেই। হাসপাতাল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগও করেছেন। পরিবারের সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ক্রিসের সেরে ওঠার এই সময়টাতেও তাদের সমর্থন চেয়েছেন।’ 

কেয়ার্নস এ মাসের শুরুর দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হলে ক্যানবেরার একটি হাসপাতালে অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পর তিনি আইসিইউতে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয় কেয়ার্নসকে।  সেখানে দুই দফা অস্ত্রোপচারের পর এখন ভালো আছেন সাবেক এই কিউই তারকা। 

নব্বইয়ের দশকে অলরাউন্ডার হিসেবে আলো ছড়িয়েছিলেন কেয়ার্নস। ১৭ বছরের ক্যারিয়ারে কিউইদের জার্সিতে ৬২ টেস্টে ৫ সেঞ্চুরিতে করেছেন ৩৩২০ রান। অন্যদিকে ২১৫ ওয়ানডেতে ৪ সেঞ্চুরিতে করেছেন ৪৯৫০ রান। ক্যারিয়ারের শেষ দিকে দুইটি টি-টোয়েন্টিও খেলেছেন কেয়ার্নস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত