ক্রীড়া ডেস্ক
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বের খেলা শুরু আজ। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আর আগামীকাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়ল প্রোটিয়াদের।
ট্রাভেলিং রিজার্ভ হিসেবে লাহোরে দক্ষিণ আফ্রিকা দলে যোগ দিতে যাচ্ছেন জর্জ লিন্ডে। তাঁকে মূলত এইডেন মার্করামের কভাব হিসেবে নেওয়া হয়েছে। আইসিসির ইভেন্ট টেকনিকাল কমিটি সেই অনুমতি দিয়েছে। আজ সন্ধ্যায় অনুশীলনের সময় মার্করামের ফিটনেস টেস্ট হবে। তখনই বোঝা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন কি পারবেন না। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে মার্করাম দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে মার্করাম ছিটকে গেলে হয়তোবা দক্ষিণ আফ্রিকার একাদশে সুযোগ মিলতে পারে লিন্ডের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও লিন্ডেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি ভারত আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তখন ফাইনাল হবে দুবাইয়ে। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য বাড়তি স্পিনার দরকার হবে। কারণ, দুবাইয়ের উইকেট অতটা ব্যাটিং বান্ধব না এবং স্পিনাররা বাড়তি সহায়তা পান। প্রোটিয়াদের চ্যাম্পিয়নস ট্রফির দলে বর্তমানে দুই স্বীকৃত স্পিনার তাবরেইজ শামসি ও কেশব মহারাজ আছেন।
ওয়ানডেতে এখন পর্যন্ত লিন্ডে দুই ম্যাচে করেছেন ২৭ রান ও ৪.৮০ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। দুই ওয়ানডে খেলেছেন ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। লিন্ডে গত কদিন ধরে দারুণ ছন্দে আছেন। লিস্ট ‘এ’ সংস্করণে ওয়ানডে চ্যালেঞ্জ ডিভিশন ওয়ানে তিনি খেলছেন ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে। ৫ ম্যাচে ১০৬ রানের পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন। আর এমআই কেপটাউনের ২০২৫ এসএ টোয়েন্টির শিরোপা জিততে দারুণ অবদান রেখেছেন। ১৫৩.৩৩ স্ট্রাইকরেটে করেছেন ১৬১ রান। বোলিংয়ে ৬.২৯ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই অবশ্য দক্ষিণ আফ্রিকা হাসপাতালে পরিণত হয়। অ্যানরিখ নরকীয়া, জেরাল্ড কোয়েটজি, নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস—এই চার পেসার চোটে পড়েছেন এবং তাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। চোটের তালিকায় এবার যুক্ত হলেন মার্করাম। ১ মার্চ করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। হয়তো প্রোটিয়া অধিনায়কের টুর্নামেন্টও শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কে প্রোটিয়াদের নেতৃত্ব দেন, সেটাই দেখার।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বের খেলা শুরু আজ। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আর আগামীকাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়ল প্রোটিয়াদের।
ট্রাভেলিং রিজার্ভ হিসেবে লাহোরে দক্ষিণ আফ্রিকা দলে যোগ দিতে যাচ্ছেন জর্জ লিন্ডে। তাঁকে মূলত এইডেন মার্করামের কভাব হিসেবে নেওয়া হয়েছে। আইসিসির ইভেন্ট টেকনিকাল কমিটি সেই অনুমতি দিয়েছে। আজ সন্ধ্যায় অনুশীলনের সময় মার্করামের ফিটনেস টেস্ট হবে। তখনই বোঝা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন কি পারবেন না। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে মার্করাম দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে মার্করাম ছিটকে গেলে হয়তোবা দক্ষিণ আফ্রিকার একাদশে সুযোগ মিলতে পারে লিন্ডের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও লিন্ডেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি ভারত আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তখন ফাইনাল হবে দুবাইয়ে। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য বাড়তি স্পিনার দরকার হবে। কারণ, দুবাইয়ের উইকেট অতটা ব্যাটিং বান্ধব না এবং স্পিনাররা বাড়তি সহায়তা পান। প্রোটিয়াদের চ্যাম্পিয়নস ট্রফির দলে বর্তমানে দুই স্বীকৃত স্পিনার তাবরেইজ শামসি ও কেশব মহারাজ আছেন।
ওয়ানডেতে এখন পর্যন্ত লিন্ডে দুই ম্যাচে করেছেন ২৭ রান ও ৪.৮০ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। দুই ওয়ানডে খেলেছেন ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। লিন্ডে গত কদিন ধরে দারুণ ছন্দে আছেন। লিস্ট ‘এ’ সংস্করণে ওয়ানডে চ্যালেঞ্জ ডিভিশন ওয়ানে তিনি খেলছেন ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে। ৫ ম্যাচে ১০৬ রানের পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন। আর এমআই কেপটাউনের ২০২৫ এসএ টোয়েন্টির শিরোপা জিততে দারুণ অবদান রেখেছেন। ১৫৩.৩৩ স্ট্রাইকরেটে করেছেন ১৬১ রান। বোলিংয়ে ৬.২৯ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই অবশ্য দক্ষিণ আফ্রিকা হাসপাতালে পরিণত হয়। অ্যানরিখ নরকীয়া, জেরাল্ড কোয়েটজি, নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস—এই চার পেসার চোটে পড়েছেন এবং তাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। চোটের তালিকায় এবার যুক্ত হলেন মার্করাম। ১ মার্চ করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। হয়তো প্রোটিয়া অধিনায়কের টুর্নামেন্টও শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কে প্রোটিয়াদের নেতৃত্ব দেন, সেটাই দেখার।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
২৯ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে