Ajker Patrika

টি-২০ বিশ্বকাপের বিজ্ঞাপনে বাংলাদেশের নাম বিশেষভাবে বলল আইসিসি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৫: ০৬
টি-২০ বিশ্বকাপের বিজ্ঞাপনে বাংলাদেশের নাম বিশেষভাবে বলল আইসিসি

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ হলেও আগামী বছর দলের হিসাবে সবচেয়ে বড় বিশ্বকাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০ দলের ৫৫ ম্যাচের টুর্নামেন্ট আগে কখনো হয়নি কোনো সংস্করণে। কিছুদিন আগে প্রথমবার সুযোগ পাওয়া উগান্ডার মধ্যে দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত ২০ দল নিশ্চিত হয়েছে। 

আগামী জুনে টি-টোয়েন্টির নবম আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সেই টুর্নামেন্টকে সামনে রেখে আজ লোগো উন্মোচন করেছে আইসিসি। দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

প্রতিবারের মতো এবারের বিশ্বকাপের লোগোতেও আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোর নকশায় ওয়েস্ট ইন্ডিজের তালগাছ এবং যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা জায়গা পেয়েছে। এর মধ্য দিয়ে নতুন ব্র্যান্ডের এক বিশ্বকাপ দেখা যাবে বলে জানিয়েছে আইসিসি। 

ভিডিওতে বাংলাদেশের নাম এভাবেই দেখিয়েছে আইসিসি।লোগো উন্মোচনের দিনই ১ মিনিট ৩০ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেই ডিভিওতে বিশেষভাবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী বিশ্বকাপে সুযোগ পাওয়া আর কোনো দলের নাম দেখা যায়নি ভিডিওতে। ভিডিওতে টি-টোয়েন্টিকে তিনটি শব্দে সংজ্ঞায়িত করা হয়েছে। ব্যাট, বল ও শক্তিকে—সংক্ষিপ্ত সংস্করণের মূল উপাদানই ধরা হয়। আগামী ৪ জুন টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৩০ জুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত