উইকেট ভালো দেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টেম্বা বাভুমা। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভাবেননি, শুরুতেই এমন বিপর্যয়ে পড়বেন। পরশু গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রোটিয়াদের কম রানে থামালেও নিজেদের প্রথম ইনিংসের স্কোরটা বড় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৭ উইকেটে ৯৭ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শুরু করে ক্যারিবীয়রা থামে ১৪৪ রানে। জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ রানের ইনিংস ছাড়া উল্লেখ করার মতন আর ইনিংস সেই স্বাগতিকদের ইনিংসে। ৩৩ রান নিয়ে দিন শুরু করেন তিনি। শেষ উইকেট শামার জোসেফ ২৫ রান না করলে স্কোরটা আরও ছোট হতো উইন্ডিজের।
তার আগে শামারের তোপে এলোমেলো হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। জেইডেন সিলসের শিকার ৩ টি। প্রথম দিনে যে ১৭ উইকেট পড়েছে তার ১৫টি পেয়েছেন পেসাররা। তার মধ্যে শামার, সিলস ও হোল্ডার মিলে নেন ৯ উইকেট।
শেষ উইকেটে ডেন পিয়েট (৩৮ *) ও নন্দ্রে বার্গার (২৩) ৬৩ রানের জুটি না গড়লে প্রোটিয়াদের ইনিংসটাও আরও ছোট হতো। উইন্ডিজকেও যা একটু রক্ষা করেছে হোল্ডার-শামারের শেষ উইকেটে জুটির ৪০ রান। প্রথমদিনে উইয়ান মুলদারের তোপের সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। ৪ উইকেট নিয়েছেন তিনি। আরেক পেসার বার্গার নেন ৩ উইকেট।
গতকাল অবশ্য দ্বিতীয় ইনিংসে ‘ধীরে চলো নীতি’তে ব্যাটিং শুরু করেন প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে মধ্যাহ্নভোজে যায় তারা। দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৪৬ রান। ত্রিনিদাদে বৃষ্টি বাধায় সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।
উইকেট ভালো দেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টেম্বা বাভুমা। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভাবেননি, শুরুতেই এমন বিপর্যয়ে পড়বেন। পরশু গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রোটিয়াদের কম রানে থামালেও নিজেদের প্রথম ইনিংসের স্কোরটা বড় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৭ উইকেটে ৯৭ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শুরু করে ক্যারিবীয়রা থামে ১৪৪ রানে। জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ রানের ইনিংস ছাড়া উল্লেখ করার মতন আর ইনিংস সেই স্বাগতিকদের ইনিংসে। ৩৩ রান নিয়ে দিন শুরু করেন তিনি। শেষ উইকেট শামার জোসেফ ২৫ রান না করলে স্কোরটা আরও ছোট হতো উইন্ডিজের।
তার আগে শামারের তোপে এলোমেলো হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। জেইডেন সিলসের শিকার ৩ টি। প্রথম দিনে যে ১৭ উইকেট পড়েছে তার ১৫টি পেয়েছেন পেসাররা। তার মধ্যে শামার, সিলস ও হোল্ডার মিলে নেন ৯ উইকেট।
শেষ উইকেটে ডেন পিয়েট (৩৮ *) ও নন্দ্রে বার্গার (২৩) ৬৩ রানের জুটি না গড়লে প্রোটিয়াদের ইনিংসটাও আরও ছোট হতো। উইন্ডিজকেও যা একটু রক্ষা করেছে হোল্ডার-শামারের শেষ উইকেটে জুটির ৪০ রান। প্রথমদিনে উইয়ান মুলদারের তোপের সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। ৪ উইকেট নিয়েছেন তিনি। আরেক পেসার বার্গার নেন ৩ উইকেট।
গতকাল অবশ্য দ্বিতীয় ইনিংসে ‘ধীরে চলো নীতি’তে ব্যাটিং শুরু করেন প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে মধ্যাহ্নভোজে যায় তারা। দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৪৬ রান। ত্রিনিদাদে বৃষ্টি বাধায় সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।
বিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
৩ ঘণ্টা আগেখেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ডিসেম্বরে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন সের্জিও বুসকেতস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসরের বার্তায় এমনটাই জানান ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
৩ ঘণ্টা আগে