ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।
আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।
বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।
আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।
বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩০ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে