পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদের চাকরি যেন পৃথিবীর অন্যতম অনিশ্চিত চাকরি। কখনো চাকরি চলে যায়, কখনোবা কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন। এবার দেশটির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বোর্ড প্রধানের দায়িত্ব পেয়েছেন।
পিসিবি আজ নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে। তিন বছরের পূর্ণ মেয়াদে পিসিবির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি এবং তিনি পিসিবির ৩৭তম চেয়ারম্যান। নাকভি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পিসিবির নতুন চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিসংবাদিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে আমি খুব সম্মানিত। আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রাখা হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। দেশটিতে খেলার মান উন্নয়ন করতে আমি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ । ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতে পেশাদারত্ব আনার ব্যাপারে চেষ্টা করব।’ একই সঙ্গে নাকভি পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। সেখানে তাঁর চুক্তির মেয়াদ আগে থেকেই বাড়ানো রয়েছে।’
নাকভির আগে ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনার শাহ খাওয়ার পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। মাত্র ২ সপ্তাহ টিকতে পেরেছেন তিনি। এর আগে জাকা আশরাফ ছিলেন পিসিবির বোর্ড প্রধান। তাঁর সময়ে গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। বাবর আজম তিন সংস্করণ থেকে নেতৃত্ব ছেড়েছেন। এ বছরের ১৮ জানুয়ারি জাকা আশরাফ পিসিবি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। আশরাফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি (আশরাফ) পিসিবির বোর্ড অব গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। নাকভিকে দিয়ে এই শূন্যস্থানও পূরণ হয়েছে। নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদের চাকরি যেন পৃথিবীর অন্যতম অনিশ্চিত চাকরি। কখনো চাকরি চলে যায়, কখনোবা কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন। এবার দেশটির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বোর্ড প্রধানের দায়িত্ব পেয়েছেন।
পিসিবি আজ নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে। তিন বছরের পূর্ণ মেয়াদে পিসিবির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি এবং তিনি পিসিবির ৩৭তম চেয়ারম্যান। নাকভি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পিসিবির নতুন চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিসংবাদিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে আমি খুব সম্মানিত। আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রাখা হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। দেশটিতে খেলার মান উন্নয়ন করতে আমি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ । ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতে পেশাদারত্ব আনার ব্যাপারে চেষ্টা করব।’ একই সঙ্গে নাকভি পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। সেখানে তাঁর চুক্তির মেয়াদ আগে থেকেই বাড়ানো রয়েছে।’
নাকভির আগে ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনার শাহ খাওয়ার পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। মাত্র ২ সপ্তাহ টিকতে পেরেছেন তিনি। এর আগে জাকা আশরাফ ছিলেন পিসিবির বোর্ড প্রধান। তাঁর সময়ে গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। বাবর আজম তিন সংস্করণ থেকে নেতৃত্ব ছেড়েছেন। এ বছরের ১৮ জানুয়ারি জাকা আশরাফ পিসিবি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। আশরাফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি (আশরাফ) পিসিবির বোর্ড অব গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। নাকভিকে দিয়ে এই শূন্যস্থানও পূরণ হয়েছে। নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে