Ajker Patrika

আইসিসি শিরোপাজয়ী ভারতীয় তারকাকে অধিনায়ক বানাল আইপিএল ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৬: ০৮
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। ছবি: ফেসবুক
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। ছবি: ফেসবুক

বার্বাডোজ থেকে দুবাই—সাড়ে ৮ মাস ব্যবধানে বিশ্বের দুই ভিন্ন শহরে দু্টি আইসিসি শিরোপা জিতল ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারত কদিন আগে চ্যাম্পিয়নস ট্রফিতে হয়েছে চ্যাম্পিয়ন। ভারতের দুই শিরোপাজয়ী দলে ছিলেন অক্ষর প্যাটেল। ভারতীয় এই তারকা ক্রিকেটার এবার নেতৃত্ব দেবেন আইপিএলে।

২০২৫ আইপিএলে অক্ষরকে অধিনায়ক নির্বাচিত করেছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দিল্লি অক্ষরের একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘সব বাঘদের বাঘ।’ ছবিতে দিল্লি ক্যাপিটালসের জার্সি পরা অক্ষরকে বসে থাকতে দেখা গেছে। ভারতীয় এই অলরাউন্ডারের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি দেখা গেছে।

অক্ষর যে ২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হচ্ছেন, সেটা গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। কারণ, লোকেশ রাহুলকে দিল্লি অধিনায়ক হওয়ার প্রস্তাব দিলেও তাতে তিনি সাড়া দেননি বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে রাহুলকে এবারের আইপিএলের নিলামে ১৪ কোটি রুপিতে নিয়েছিল দিল্লি।

২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লি ১৪ অধিনায়কের অধীনে খেলেছে। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস নাম দিয়ে শুরু করা ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে এরপর হয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর এর আগে ২০২৪ আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে এটাই তাঁর একমাত্র ম্যাচ। এবার তো তিনি দিল্লির স্থায়ী অধিনায়ক বনে গেলেন।

আইপিএলে গত বছর অক্ষর যে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা নিয়মিত অধিনায়ক ঋষভ পন্তের অনুপস্থিতিতে। সেই পন্তকে ২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামে লক্ষ্ণৌ নিয়েছে ২৭ কোটি রুপিতে। তাতে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার বনে গেলেন তিনি।

২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত আইপিএলে ১৫০ ম্যাচ খেলেছেন অক্ষর। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে (বর্তমানে পাঞ্জাব কিংস) খেলেছেন ৬৮ ম্যাচ। বাকি ৮২ ম্যাচ ২০১৯ থেকে এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। আইপিএল ইতিহাসে ২০২০ সালেই শুধু ফাইনালে উঠেছে দিল্লি। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দিল্লিকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত