Ajker Patrika

ভারতীয় তারকা ক্রিকেটারের বিয়েতে নাচবেন তো শাহরুখ খান

ক্রীড়া ডেস্ক    
রিংকু-প্রিয়ার বিয়েতে শাহরুখ আসবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। ছবি: সংগৃহীত
রিংকু-প্রিয়ার বিয়েতে শাহরুখ আসবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। ছবি: সংগৃহীত

২০২৩ সালে গুজরাট টাইটান্সের যশ দয়ালকে টানা পাঁচ ছক্কা মেরে জেতানোর পর রিংকু সিং হৈচৈ ফেলে দিয়েছিলেন। তখনই শাহরুখ খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, রিংকুর বিয়েতে এসে তিনি নাচবেন। এখন প্রশ্ন হলো আদৌ কি এমন কিছু হবে?

প্রিয়া সরোজের সঙ্গে ৮ জুন পারিবারিকভাবে বাগদান হয়েছে রিংকুর। ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। কারণ, প্রিয়া উত্তর প্রদেশের মাছলিশহর লোকসভার সাংসদ। রিংকু-প্রিয়ার আংটি বদল অনুষ্ঠানে শাহরুখকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শুটিংয়ের ব্যস্ততায় শাহরুখের তখন যাওয়া হয়নি বাগ্দান অনুষ্ঠানে। রিংকুর বিয়েতে শাহরুখের নাচানাচির প্রসঙ্গ এসেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ২৪’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে। রিংকু গতকাল বলেন, ‘শাহরুখ স্যারের সঙ্গে বাগ্‌দানের আগে আমার কথা হয়েছিল। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শুটিংয়ের কারণে আসতে পারেননি তখন। আমাদের (কলকাতা নাইট রাইডার্স) প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর স্যার উপস্থিত ছিলেন।’

রিংকু ও প্রিয়ার বিয়ে কবে হবে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বাগদান শাহরুখ মিস করেছিলেন মানে রিংকুর বিয়েও মিস করবেন এমনটা নয়। নিউজ ২৪কে রিংকু বলেছেন, ‘বিয়েতেও শাহরুখ স্যারকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসেন কি না, দেখা যাক।’ ভারতীয় তারকা ক্রিকেটারের কথার মধ্যেই অবশ্য ‘যদি-কিন্তু’ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে কদিন আগে জানা গিয়েছিল, নভেম্বরে হতে পারে রিংকুর বিয়ে। কিন্তু তাঁর বিয়ে পিছিয়ে নাকি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। এদিকে এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর রয়েছে। অজিদের বিপক্ষে ভারত তখন তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে। ভারতের সীমিত ওভারের ক্রিকেটে রিংকু এখন নিয়মিত সদস্যই বলা চলে। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে নিয়েই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফলে শাহরুখ আসতে পারেন কিনা, সেটা দূরের কথা। রিংকুর নিজের পক্ষেও নভেম্বরে ফ্রি সময় বের করা কঠিন।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পরের ‘অ্যাসাইনমেন্ট’ সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপ। ভারতের ১৫ সদস্যের এশিয়া কাপের দলে আছেন রিংকু। এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। এর আগে দুবাইয়ে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ভারত গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর। আবুধাবিতে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান। ২০২৩ থেকে এখন পর্যন্ত ৩৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২ গড় ও ১৬১.০৬ স্ট্রাইকরেটে করেন ৫৪৬ রান। করেছেন তিন ফিফটি। ২ ওয়ানডেতে করেন ৫৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রিয়ালকে শীর্ষে ফিরিয়ে এমবাপ্পের কীর্তি

ক্রীড়া ডেস্ক    
রিয়াল মাদ্রিদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এমবাপ্পে। লিগের প্রথম ৯ ম্যাচে ১০ দশম গোলের দেখা পেলেন তিনি। ছবি: এক্স
রিয়াল মাদ্রিদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এমবাপ্পে। লিগের প্রথম ৯ ম্যাচে ১০ দশম গোলের দেখা পেলেন তিনি। ছবি: এক্স

আগের দিন জিরোনাকে ২–১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। একদিন যেতেই পুনরায় সিংহাসনের দখল নিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে লা লিগায় গেতাফেকে হারিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা। দল জিতিয়ে একটি কীর্তিতে নাম লিখিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

স্পেনের শীর্ষ লিগের চলতি আসরে প্রথম ৯ ম্যাচে ১০ গোল করলেন এমবাপ্পে। এর আগে রিয়ালের হয়ে তিনজন ফুটবলার এই কীর্তি গড়েছেন–আলফ্রেডো ডি স্টেফানো, ক্রিশ্চিয়ানো রোনালদো ও অ্যামানসিও। এবার তাঁদের পাশে বসলেন বর্তমানে লস ব্লাঙ্কোসদের সেরা তারকা এমবাপ্পে।

কলিসিয়াম স্টেডিয়ামে দুই অর্ধে দুই রকম ফুটবল খেলেছে রিয়াল। প্রথমার্ধে বিবর্ণ ছিল সফরকারীরা। এই অর্ধে স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি তারা। কঠিন পরীক্ষা দিতে হয়নি গেতাফে রক্ষণভাগের খেলোয়াড়দের। বিরতির পরই খোলস পাল্টে বের হয়ে আসে রিয়াল। গোছানো ফুটবলে স্বাগতিক রক্ষণে ভীতি ছড়াতে থাকে তারা।

যদিও ফিনিশিংয়ের দুর্বলতায় গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। ব্যবধান গড়ে দেওয়া গোলের জন্য জায়ান্টদের ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষায় রাখে গেতাফে। আর্দা গুলেরের পাস থেকে জাল কাঁপান এমবাপ্পে। এই গোলের তিন মিনিট আগে দশজনের দলে পরিণত হয় গেতাফে। বদলি নামার এক মিনিটের মাথায় ভিনিসিয়ুস জুনিয়রকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন স্বাগতিকদের ফরাসি রাইট ব্যাক অ্যালান নাইওম। একজন কম থাকার সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় রিয়াল। ৭ মিনিটের মাথায় আবারও ধাক্কা খায় গেতাফে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যালেক্স সানক্রিস। তাঁর আগে ভিনিসিয়ুসকে ফাউল করেন এই উইঙ্গার। শেষ ১৩–১৪ মিনিট ২ জন কম নিয়ে খেলা গেতাফের জালে আর বল পাঠাতে পারেনি রিয়াল।

৯ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ২৪ পয়েন্ট। ৮ জয়ের বিপরীতে এক হার তাদের সঙ্গী। দুইয়ে নেমে যাওয়া বার্সার নামের পাশে আছে ২২ পয়েন্ট। ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ভিয়ারিয়াল। ১২ নম্বরে আছে গেতাফে। তাদের সংগ্রহ ১১ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিশ্বকাপ ফাইনাল হারলেও ছোট ভাইদের নিয়ে গর্বিত মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১১: ৪০
মরক্কোর কাছে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টাইন যুবাদের। হারের পর মেসিকে পাশে পেয়েছে তারা। ছবি: এক্স
মরক্কোর কাছে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টাইন যুবাদের। হারের পর মেসিকে পাশে পেয়েছে তারা। ছবি: এক্স

টানা ৬ ম্যাচ জিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপার মঞ্চে হতাশ করেছে লা আলবিসেলস্তেরা। মরক্কোর কাছে ২–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টাইন যুবারা। এই হারের কষ্ট ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। তবে ছোট ভাইদের লড়াকু মানসিকতায় গর্বিত তিনি।

ফাইনালে যুবাদের হারের পর ইনস্টাগ্রাম বার্তায় মেসি লিখেছেন, ‘কী দারুণ একটি টুর্নামেন্ট উপহার দিলে তোমরা। তবে হ্যাঁ, আমাদের সবার চাওয়া ছিল তোমরা চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করবে। সেটা না পারলেও তোমাদের সাফল্য আমরা উপভোগ করেছি। তোমরা নীল ও সাদা জার্সির জন্য হৃদয় দিয়ে লড়াই করেছো। এজন্য আমরা সত্যিই তোমাদের নিয়ে গর্বিত।’

চিলির সান্তিয়াগোতে ফেভারিটের তকমা ছিল আর্জেন্টিনার গায়েই। ম্যাচে আধিপত্য বিস্তারেও এগিয়ে ছিল তারা। ৭৬ শতাংশ বল দখলে রেখে মরক্কোর গোলমুখে ২০টি শট নেয় ল্যাটিন আমেরিকান জায়ান্টরা। এর একটিও আফ্রিকান দলটির জালের ঠিকানা খুঁজে পায়নি। আর্জেন্টিনার প্রায় সব আক্রমণই থমকে যায় মরক্কানদের জমাট রক্ষণে। মূলত রক্ষণভাগের খেলোয়াড়দের অসামান্য ধৈর্য ও কৌশলের কারণেই শেষ হাসি হেসেছে মরক্কো।

বল দখল এবং আক্রমণে পিছিয়ে থাকলেও সুযোগ পেলেই আর্জেন্টিনাকে চাপে ফেলেছে মরক্কো। ফলও পেয়েছে তারা। ফাইনালে দলটির হয়ে দুটি গোলই করেন ইয়াসির জাবিরি। এই ফরোয়ার্ডের কল্যাণে ১২ মিনিটেই লিড নেয় মরক্কো। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাবিরি। ফাইনালে তার জাদুকরী পারফরম্যান্সেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে বয়সভিত্তিক পর্যায়ের শ্রেষ্ঠত্বের মুকুট পরল তারা।

মরক্কোর কাছে হেরে অপেক্ষা বাড়ল আর্জেন্টিনার। এর আগে সবশেষ ২০০৭ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দীর্ঘ ১৮ বছর পর প্রতিযোগিতার ফাইনালে পা রেখেছিল দলটি। কিন্তু শিরোপাখরা কাটাতে পারল না মেসির উত্তরসূরীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আজ কী আছে বাংলাদেশের ভাগ্যে

ক্রীড়া ডেস্ক    
টানা ৪ ম্যাচ হেরে খাদের কিনারায় জ্যোতিরা। আজ জিততেই হবে তাঁদের। ছবি: সংগৃহীত
টানা ৪ ম্যাচ হেরে খাদের কিনারায় জ্যোতিরা। আজ জিততেই হবে তাঁদের। ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে চাইলে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানা জ্যোতিদের। সেই সঙ্গে অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। হারলে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা ৪ ম্যাচ হেরে যায় দলটি। বাংলাদেশ–শ্রীলঙ্কা নারী দলের লড়াই ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশ-শ্রীলঙ্কা

বেলা সাড়ে ৩টা, সরাসরি

টি স্পোর্টস

রাওয়ালপিন্ডি টেস্ট

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

প্রথম দিন

সকাল ১১টা, সরাসরি

টি স্পোর্টস

দ্বিতীয় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ইংল্যান্ড

দুপুর ১২টা ১৫ মিনিট, সরাসরি

সনি টেন ১

ফুটবল

বিএফএল

আরামবাগ-পিডব্লিউডি

বেলা ২টা ৪৫ মিনিট, সরাসরি

বসুন্ধরা-ফর্টিস

বিকেল সাড়ে ৫টা, সরাসরি

টফি অ্যাপ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আশা বাঁচিয়ে রাখার পরীক্ষা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

কলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের পর খেই হারাতে থাকে বাংলাদেশ। টানা ৪ ম্যাচ হেরেছে দলটি। খাদের কিনারায় থাকা দলটির এখন শেষ দুই ম্যাচ তো জিততে হবেই। এমনকি তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।

শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচ বাকি বাংলাদেশের। দুই ম্যাচই জ্যোতি-স্বর্ণা আক্তাররা খেলবেন নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে ৩টায় শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তিন-চার নম্বর স্থানের জন্য লড়াই চলছে ছয় দলের। যার মধ্যে ছয়, সাত ও আটে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সমান ২ পয়েন্ট। বাংলাদেশের নেট রানরেট ০.৬৭৬। বাংলাদেশের নেট রানরেটের এমন দশা হয়েছে মূলত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে। ১০ অক্টোবর গুয়াহাটিতে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছিল হোয়াইট ফার্নসরা। এরপর বিশাখাপট্টনমে ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। জ্যোতিদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া জিতেছিল ১৫১ বল হাতে রেখে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের পরিসংখ্যানও সুখকর না। তিন ওয়ানডের খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এবারের বিশ্বকাপের আগে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ১ রানের জয়। প্রস্তুতি ম্যাচ হলেও এই জয় বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে ভালো করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন ফাহিমা খাতুন। মুম্বাইয়ে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমরা অনেক ভালো করেছি। সেই ম্যাচে আমাদের ব্যাটাররা ভালো করেছিল। আশা করি, আগামীকালের (আজ) ম্যাচে তাদের কাজটা করতে পারবে। এ ধরনের কন্ডিশনে আমরা এরই মধ্যে মানিয়ে নিয়েছি ও আমাদের তিন-চার ব্যাটার ভালো করেছে।’

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাণপণে লড়েও বাংলাদেশ হেরে গিয়েছিল। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বর্ণা আক্তারের বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটির (৩৪ বলে) রেকর্ড গড়েছিলেন। তাঁর শেষের ঝড়ে স্কোর বোর্ডে ২৩২ রান তুলেছিল বাংলাদেশ। সেই রান তাড়া করে প্রোটিয়ারা ৩ উইকেটে জিতেছিল ৩ বল হাতে রেখে। দুই ম্যাচ হারের ক্ষত এখনো ভুলতেই পারছেন না ফাহিমা, ‘গত কয়েকটা ম্যাচে হারলেও ইতিবাচক দিক ছিল। ব্যাটাররা ভালো করেছিল। দুর্ভাগ্য, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গিয়েছিলাম। তবে ব্যাটাররা এখন ভালো খেলছে। আরও কয়েকজন ব্যাটারের ভালো করতে হবে। আশা করি, আমরা আরও ভালো খেলতে পারি।’ প্রোটিয়াদের বিপক্ষে শেষের দিকে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে বাংলাদেশ হেরেছিল, সেটা নিয়ে হতাশ ফাহিমা।

শ্রীলঙ্কা ২ পয়েন্ট পেলেও দুটি পয়েন্ট তাদের এসেছে বৃষ্টির সৌজন্যে। শ্রীলঙ্কার এখন শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে খেলবে কলম্বোর প্রেমাদাসায়। বাংলাদেশ ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রধান কোচ রুমেশ রত্নায়েকে বলেন, ‘আমরা গত ম্যাচটা যেভাবে খেলেছি তাতে খুশি। বৃষ্টি আমাদের কোনো বাড়তি পয়েন্ট দেয়নি।’

বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ খেলতে পারেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত