সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অনেক দিন শীর্ষ স্থান দখল করেছেন সাকিব আল হাসান। টেস্টেও সেরা তিন অলরাউন্ডারদের একজন তিনি। ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার দৃষ্টিতে সাকিবই সেরা অলরাউন্ডার।
সেরা অলরাউন্ডার কে—এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে আলাপ-আলোচনা করেন চোপড়া। সাকিব, হার্দিক পান্ডিয়া, মিচেল মার্শ, ক্রিস ওকস, শাদাব খানের মতো তারকারা ছিলেন চোপড়ার আলোচনায়। তাঁদের মধ্যে এবারের অ্যাশেজে মিচেল মার্শ ৫০ গড়ে করেছেন ২৫০ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন। আর ক্রিস ওকস বোলিংয়ে নিয়েছেন ১৯ উইকেট ও রান করেছেন ৭৯ রান। অন্যদিকে সাকিব এ বছর ওয়ানডেতে ১১ ম্যাচে ৩৭.৬ গড়ে করেছেন ৩৭৬ রান ও বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট। এই সাকিবের নেতৃত্বেই ২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ এই দুটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ।
পরিসংখ্যান যা-ই হোক, অলরাউন্ডারদের নাম বলতে গিয়ে চোপড়া তালিকার শীর্ষে রেখেছেন সাকিবকে। বাংলাদেশের অলরাউন্ডারের নাম বলতে গিয়ে একটু রসিকতাই করেছেন চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘সাকিব আল হাসান অলরাউন্ডারদের ড্যাডি। ২০১৯ বিশ্বকাপ সে নিজেদের করে নিয়েছে। ৯ ম্যাচে ৩৩১ রান করেছে। তিনটি হাফ সেঞ্চুরি করেছে। সে ৩৬৮ বল খেলেছে, প্রতি ম্যাচে গড়ে ৪০ বলের বেশি। সে ১৬ উইকেট পেয়েছে। ৬৪ ওভার বোলিং করেছে। ৪.৮৪ ইকোনমিতে এবং প্রতি ম্যাচে গড়ে দুই উইকেট পেয়েছে।’
২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করেছেন সাকিব। চার বছর আগে ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপে ৮৬.৫৭ গড়ে করেছেন ৬০৬ রান ও বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট।
সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অনেক দিন শীর্ষ স্থান দখল করেছেন সাকিব আল হাসান। টেস্টেও সেরা তিন অলরাউন্ডারদের একজন তিনি। ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার দৃষ্টিতে সাকিবই সেরা অলরাউন্ডার।
সেরা অলরাউন্ডার কে—এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে আলাপ-আলোচনা করেন চোপড়া। সাকিব, হার্দিক পান্ডিয়া, মিচেল মার্শ, ক্রিস ওকস, শাদাব খানের মতো তারকারা ছিলেন চোপড়ার আলোচনায়। তাঁদের মধ্যে এবারের অ্যাশেজে মিচেল মার্শ ৫০ গড়ে করেছেন ২৫০ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন। আর ক্রিস ওকস বোলিংয়ে নিয়েছেন ১৯ উইকেট ও রান করেছেন ৭৯ রান। অন্যদিকে সাকিব এ বছর ওয়ানডেতে ১১ ম্যাচে ৩৭.৬ গড়ে করেছেন ৩৭৬ রান ও বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট। এই সাকিবের নেতৃত্বেই ২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ এই দুটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ।
পরিসংখ্যান যা-ই হোক, অলরাউন্ডারদের নাম বলতে গিয়ে চোপড়া তালিকার শীর্ষে রেখেছেন সাকিবকে। বাংলাদেশের অলরাউন্ডারের নাম বলতে গিয়ে একটু রসিকতাই করেছেন চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘সাকিব আল হাসান অলরাউন্ডারদের ড্যাডি। ২০১৯ বিশ্বকাপ সে নিজেদের করে নিয়েছে। ৯ ম্যাচে ৩৩১ রান করেছে। তিনটি হাফ সেঞ্চুরি করেছে। সে ৩৬৮ বল খেলেছে, প্রতি ম্যাচে গড়ে ৪০ বলের বেশি। সে ১৬ উইকেট পেয়েছে। ৬৪ ওভার বোলিং করেছে। ৪.৮৪ ইকোনমিতে এবং প্রতি ম্যাচে গড়ে দুই উইকেট পেয়েছে।’
২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করেছেন সাকিব। চার বছর আগে ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপে ৮৬.৫৭ গড়ে করেছেন ৬০৬ রান ও বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট।
দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তবে ম্যাচ ছাপিয়ে সূর্যকুমার যাদবের সঙ্গে সালমান আলী আঘার করমর্দন না করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এক সপ্তাহ পর আজ সুপার ফোরে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
২ ঘণ্টা আগেমিরপুরের ‘বাঘ’ মোস্তাফিজুর রহমান বাইরের কোনো ভেন্যুতে খেললে তাঁকে খুঁজেই পাওয়া যায় না—এমন একটা কথা শোনা যায় প্রায়ই। কারণ, শেরে বাংলার ‘ধানখেতে’র উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ব্যাটারদের বেশ চাপে রাখেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসার এবারের এশিয়া কাপে দেখিয়ে দিচ্ছেন, মিরপুরসহ সব ভেন্যুতেই তিনি সমান কার্য
২ ঘণ্টা আগেবাইরে যতটা বিতর্ক হচ্ছে, এর ছিটেফোঁটাও যদি মাঠের লড়াইয়ে দেখা যেত! ভারত-পাকিস্তান লড়াই মানেই এখনো আগের মতো ‘ক্ল্যাসিক’ এক ম্যাচ দেখার অপেক্ষায় বসে থাকেন সমর্থকেরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের লড়াইয়ে যা হলো, তা অবশ্য ক্ল্যাসিক বলা চলে না। বরং ভুলে যাওয়াই ভালো। কিন্তু বিতর্ক আর ভুলতে দিল কই।
৩ ঘণ্টা আগেঅনুজ সতীর্থদের সঙ্গে নুরুল হাসান সোহানকে দেখলে মনে হয়, বিদেশের শহরে তাঁর ভূমিকা দায়িত্বশীল ‘বড় ভাইয়ে’র মতো। এটাই হয়। অনুজেরা দলের অভিজ্ঞ সতীর্থের শরণ নেবেন, নতুন কী! শুধু দলের সতীর্থরা কেন, প্রতিপক্ষের খেলোয়াড়েরাও সোহানকে দেখলেই এগিয়ে আসেন, হাসিমুখে কুশলাদি জানতে চান।
৩ ঘণ্টা আগে